
আজকাল সোশ্যাল মিডিয়াগুলিতে (Social Media) আমরা বিভিন্ন রকমের নাচ, গানের ভিডিও দেখতে পাই। আর এই সমস্ত ভিডিওগুলি অত্যন্ত উপভোগ্যকর হয়। বর্তমান যুবসমাজ নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে নেটদুনিয়ায় আপলোড করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমনিতেই নেটদুনিয়ায় সুন্দরী যুবতীদের নাচের ভিডিওগুলি মুহুর্তের মধ্যে বিপুল সংখ্যায় ভিউজ পেয়ে যায়। আর তার মধ্যে নেটিজেনদের যদি কোনো যুবক বা যুবতীর প্রতিভাকে বিশেষভাবে ভালো লেগে যায় তাহলে সে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়। সম্প্রতি এমনই এক যুবতী নাচের ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন।
ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে যে যুবতীকে অসামান্য ভঙ্গিমায় নাচতে দেখা গেছে, তার নাম প্রিয়া। নিজের বাড়ির মধ্যে খোলামেলা পরিবেশে অদ্ভুত সুন্দরভাবে নাচতে দেখা গেছে প্রিয়াকে। কমলা রঙের থ্রি-কোয়ার্টার হাতা টাইট টপ এবং হলুদ রঙের লং স্কার্টে যুবতীকে বেশ অন্য রকম সুন্দরী দেখতে লাগছিল। খোলা চুল এবং চোখেমুখে গাঢ় মেকআপে যুবতীর লাস্যময়ী আবেদন রীতিমত ঝড় তুলেছে নেটিজেনদের মনে। জনপ্রিয় বাংলা গান ‘রূপ সাগরে ডুব মারিয়া’ (Rup Sagore Dub Maria) গানের রিমিক্স ভার্সনে নাচতে দেখা গেছে এই যুবতীকে। নাচের সাথে অসামান্য লাস্যের এই জবরদস্ত ভিডিও রীতিমতো নেটদুনিয়া উত্তাল করে তুলেছে।
প্রসঙ্গত ‘এ আর চ্যানেল’ নামক ইউটিউব একটি চ্যানেল থেকে এই ভিডিওটি প্রায় তিন মাস আগে শেয়ার করা হয়েছে। বর্তমানে ভিডিওটি ১.৬ মিলিয়ন ভিউ পেয়ে গেছে। এককথায় বলতে গেলে দর্শকদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। এত বহুল পরিমাণে ভিউ পাওয়া ছাড়াও প্রায় সাড়ে আট হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। এছাড়া অজস্র নেটিজেন প্রশংসায় ভরা মন্তব্য করছেন। অনেকেই লিখেছেন ‘অসাধারণ নাচ জাস্ট ফাটাফাটি’। আবার এক নেটিজেন লিখেছেন ‘তোমাকে দেখতে সবসময়ই ভাল লাগে’। এছাড়া অনেকেই লাভ ইমোজি দিয়েছে যুবতীর কমেন্ট বক্সে। বলতে গেলে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই নেটিজেনদের এই নাচের ভিডিওটি যে ভালো লেগেছে তা তাঁদের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে।