
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের কাছে বিনোদনের প্রধান মাধ্যম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিত্যদিনই আমরা হরেক রকম নতুনত্ব জিনিসের সন্ধান পাচ্ছি। আজকালকার ব্যস্ততম জীবনে নিজেদের অবসর সময় কাটাবার জন্য সোশ্যাল মিডিয়ার উপর আমরা নির্ভর করি। আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম বানিয়ে নিজেদের ভিতরকার প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরছেন। আর তাই সোশ্যাল মিডিয়ায় নাচ গান আবৃত্তি ইত্যাদি বিভিন্ন প্রতিভার বহিঃপ্রকাশ দেখা যায়।
সোশ্যাল মিডিয়াতে কোনকিছু ভাইরাল হয়ে গেলে তো আর কোন কথাই নেই। রাতারাতি যে কেউ হয়ে যেতে পারেন জনপ্রিয়। কারণ এটি এমন একটি মাধ্যম যেখানে অত্যন্ত অল্প সময়ে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে নিমেষে পৌঁছে যাওয়া যায়। আজকাল ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তাই এখানে জনপ্রিয়তা পাওয়াটা কোনো ব্যাপার না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শিল্পসত্ত্বাকে প্রকাশ করে ফলোয়ার্স বানানোটা এক নিমিষের কাজ। ফেসবুক ,টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মাধ্যমে যে কেউ নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারেন। আর এই সমস্ত ভিডিওগুলি যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে এর থেকে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ উপার্জন করা সম্ভব।
তাই সহজেই এই কথা বলা যায় নেটদুনিয়াকে ব্যবহার করে আজকাল অনেকেই জনপ্রিয়তা পাচ্ছেন। সম্প্রতি এক যুবতী তাঁর নাচের মাধ্যমে পৌঁছে গেছেন হাজার হাজার দর্শকের সামনে। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি অ্যাকাউন্ট খুলে সেখানে নাচের ভিডিও (Dance Video) আপলোড করে মুহূর্তের মধ্যেই এই যুবতী ভাইরাল হয়েছেন। নব্বই দশকের জনপ্রিয় হিন্দি গান ‘আপ না ছুপাউঙ্গা, সবকো বাতাউঙ্গা’ (Ab Na Chupaunga, Sab Ko Bataunga) গানের সাথে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় এক যুবতীকে নাচতে দেখা গেছে। ভিডিওটিতে যুবতীকে নিজের বাড়ির মধ্যে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। নীল শাড়ি, সোনালী ব্লাউজ এবং মানানসই সাজ পোশাকে যুবতীকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল। যুবতীর উন্মুক্ত কোমরের ঝটকায় রীতিমত মুগ্ধ হয়েছেন অজস্র নেটিজেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় যুবতীর এই নাচের ভিডিও ঝড়ের গতিতে ভিউ পাচ্ছে। বলাবাহুল্য ভিডিওটি রীতিমতো ভাইরাল (Viral Video) হয়ে গেছে।