
বেলি ডান্স (Belly Dance) হলো আরবের একটি বিখ্যাত ডান্স ফর্ম। পাশ্চাত্য দেশগুলিতে এই নাচের কদর খুবই বেশি। কিন্তু বর্তমানে ভারতবর্ষে এই নাচের কদর বাড়ছে। এমনকি অনেকে উপযুক্ত প্রশিক্ষণ নিচ্ছেন বেলি ডান্সের। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই এখন বেলি ডান্স করতে দেখা যাচ্ছে। কারণ যুগ যুগ ধরে এই নাচের কদর রয়েছে। প্রাচ্য এবং পাশ্চাত্য দেশগুলিতে এখন বেলি ডান্স করতে অনেককেই দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেলি ডান্সের বিভিন্ন রকমের ভিডিও আমরা মাঝেমধ্যেই দেখে থাকি। বলা বাহুল্য এই সমস্ত ভিডিও গুলি অন্যান্য নাচের ভিডিওর থেকে আলাদা হয় তার ফলে এই ভিডিওগুলির জনপ্রিয়তা অনেক বেশি হয়। এই বিশেষ ডান্স ফর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ার যে কোনো না যে কোনো সাইটে একবার আপলোড হওয়ার সাথে সাথেই তা ভাইরাল (Viral) হয়।সম্প্রতি এক যুবতী সোশ্যাল মিডিয়ায় বেলি ডান্সের ভিডিও (Belly Dance Video) আপলোড করে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছেন।
বেলি ডান্স হবে এমন একটি ডান্স ফর্ম যেখানে মিউজিকের সাথে ছন্দ মিলিয়ে পেট এবং কোমরের পেশীকে নাচাতে হয়। সাধারণত যে সমস্ত বেলি ডান্সারদের দেখা যায় তাঁরা অত্যন্ত ফিট ফিগারের অধিকারীনি হন। সুন্দর চেহারা এবং মসৃণ সরু কোমর না থাকলে এই বেলি ডান্স করা সম্ভব হয় না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক যুবতীর বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে। যথেষ্ট স্থূলকায় তাঁর চেহারা। সরু কোমরের অধিকারী না হয়েও স্থূলকায় কোমর নিয়ে তিনি যে এত সুন্দর বেলি ডান্স করে দেখিয়েছেন তাতে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। মিউজিক এর প্রত্যেকটি বিট মেনটেন করে তিনি বেলি ডান্স করে দেখিয়েছেন। তাঁকে দেখে সহজেই অনুমান করা যায় তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত বেলি ডান্সার।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য ইনস্টাগ্রামে যুবতীর নিজস্ব একটি পেজ আছে। এখান থেকেই তিনি বিভিন্ন রকমের ভিডিও এবং নাচের ভিডিও শেয়ার করেন। অবশ্যই সেই সমস্ত ভিডিওর সাথে সাথে বেলি ডান্সের ভিডিও তিনি মাঝেমধ্যে আপলোড করেন। চেহারা যেমনই হোক না কেন অত্যন্ত সুন্দর তাঁর উপস্থাপনা। এই যুবতী সম্প্রতি ‘শোলে'(Sholay) সিনেমার যুগান্তকারী হিট গান ‘মেহেবুবা মেহেবুবা'(Mehbooba Mehbooba) তে নাচ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। কালো রংয়ের ক্রপ টপ এবং কালো ফ্লোরাল বটম ড্রেসে তাঁকে অত্যন্ত সুন্দর লাগছিল। তাঁর উন্মুক্ত নাভিতে ঝড় উঠেছে ডান্সফ্লোরে। তাঁর নাচ দেখে রীতিমত অবাক নেটিজেনরা। মিউজিক এর প্রত্যেকটি বিট তিনি নিখুঁতভাবে করে দেখিয়েছেন। বর্তমানে ভিডিওটি ১১৭ হাজার ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। একজন নেটিজেন লিখেছেন ‘আমেজিং’। অপর একজন লিখেছেন ‘ওয়াও অ্যামেজিং পার্সোনালিটি’। কেউ কেউ লিখেছেন ‘সুপার ফ্যান্টাসটিক’। আপাতত প্রশংসায় ভরা কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে যুবতীর কমেন্ট বক্স।