
সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে আমরা নিত্যদিনই নতুন নতুন নাচ গানের ভিডিও দেখে থাকি। বলাবাহুল্য এই সমস্ত ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়। এই সমস্ত মজার নাচ গানের ভিডিও দেখতে সবাই খুবই পছন্দ করেন। সম্প্রতি আবারও এক নাচের ভিডিও (Dance Vodeo) সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে।
যেখানে এক যুবতীকে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় নাচতে দেখা গেছে। আজকাল বেশিরভাগ মানুষ এই সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রতিভা প্রদর্শনের মাধ্যম হিসেবে নির্বাচন করেছে। আসলে সোশ্যাল মিডিয়া এতটাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে যে এখানে কোন কিছু আপলোড করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। তার ফলে জনপ্রিয়তা মেলে অত্যন্ত সহজেই।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে (Viral Video) যুবতীর নাচ নেটিজেনদের অত্যন্ত মনে ধরেছে। তবে কোনো বাংলা বা হিন্দি গানে যুবতীকে নাচতে দেখা যায়নি। সাধারণত বলিউড বিভিন্ন রকম ট্রেন্ডিং গানের ওপরই আজকালকার যুবসমাজ বিভিন্ন রকমের ভিডিও বানায়। কিন্তু এই যুবতী হরিয়ানাভি (Haryanvi) গানের সাথে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় ডান্স পারফরম্যান্স করেছেন। হরিয়ানাভি ডিজে গানের সাথে যুবতীর এই নাচ অত্যন্ত এনার্জেটিক ছিল। যদিও এই ভিডিওতে যুবতী হরিয়ানাভি যে গানে নেচেছেন সেই গানের অর্থ নেটিজেনরা ঠিক ভাবে বুঝতে না পারলেও গানের প্রত্যেকটি বিট খুবই চমকপ্রদ ছিল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে বাড়ির উঠোনের মধ্যে লাল রঙের পোশাকে যুবতী অসামান্য ভঙ্গিমায় নাচছেন। লাল রংয়ের ঘাগড়া এবং চোলিতে যুবতীকে খুবই সুন্দর দেখতে লাগছিল। গানের প্রত্যেকটি স্টেপ অত্যন্ত নিখুঁতভাবে করেছেন এই যুবতী। ভিডিওটি দেখে সহজেই অনুমান করা যাচ্ছিল হরিয়ানাভি এই গানের প্রত্যেকটি বিট অত্যন্ত মজার সাথে করছেন এই যুবতী। তিনি তাঁর এই নাচ খুবই উপভোগ করছেন। ‘তু কালি নাগিন সে’ (Tu Kali Nagin Se) গানের সাথে যুবতী এই নাচের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।