
হেমন্ত মুখার্জী এবং লতা মঙ্গেশকরের গাওয়া যুগান্তকারী বাংলা গান ‘দোল দোল দোল,দোল পাল তোল’ গানটি নতুন আঙ্গিকে কিছুদিন আগে তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। আর তারপর থেকেই বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে তোলপাড় করছে এই গান। ইতিমধ্যেই এই গানের অসংখ্য ভিডিও এবং নাচের ভিডিও নেটদুনিয়ায় শেয়ার করা হয়েছে।রীতিমতো বর্তমান প্রজন্ম অরিজিৎ এর সাথে এই গানের তালে পাগল হয়ে গেছেন। বহু পুরোনো এই জনপ্রিয় বাংলা গানকে অরিজিৎ সিং যেভাবে নতুন করে উপস্থাপনা করেছেন তাতে রীতিমতো আপ্লুত ভারতবর্ষের হাজার হাজার শ্রোতা। সম্প্রতি এই গানের আবারো একটি নতুন নাচের ভিডিও (Dance Video) শেয়ার করা হলো সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই এই যুগান্তকারী গানের সাথে নিজস্ব স্টাইলে অনেকেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। কিন্তু সম্প্রতি এক যুবতী যেভাবে এই গানের উপর নাচের কভার ভিডিও বানিয়েছেন তা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেছে নেটিজেনরা। নিজের বাড়ির ছাদে প্রকৃতিকে সাক্ষী রেখে সাবেকি ভাবে নীল শাড়ি পরে ‘দোল দোল দোল’ (Dol Dol Dol) গানের সাথে যেভাবে, নৃত্য পরিবেশন করেছেন এই যুবতী তা সত্যিই অনবদ্য। ছিমছাম মেকআপ এবং মাথায় গোজা ফুলে যুবতী সৌন্দর্য আরো শতগুণ বাড়িয়ে তুলেছে।
প্রসঙ্গত এই যুবতী এর আগেও তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আরো অনেক নাচের ভিডিও শেয়ার করেছেন। তবে এই দিনের এই যুগান্তকারী গানের সাথে নাচ এর পারফরম্যান্স দেখে রীতিমতো চমকে গেছে নেটিজেনরা। ‘উবিরুঙ্গিয়া’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি এদিন শেয়ার করা হয়েছে। বর্তমানে ভিডিওটি ২৪হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াও অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন নাচের ভিডিওটি দেখে। কেউ লিখেছেন ‘অনবদ্য’, আবার কেউ লিখেছেন ‘দারুণ পারফর্মেন্স’। সব মিলিয়ে যুবতীর এই নাচের ভিডিও নেটদুনিয়ায় বহুল পরিমাণে প্রশংসিত হচ্ছে।