শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) অভিনীত শক্তি:দ্যা পাওয়ার (Shakti: The Power) সিনেমার ‘ইশ্ক কামিনা’ (Ishq Kameena) গানে বিদেশের মাটিতে জোরালো দেশি ঠুমকা লাগাতে দেখা গেলো প্রবাসী ভারতীয় এক নৃত্যশিল্পীকে। ভিডিওটি দেখে স্বভাবতই বেশ খুশি ভারতীয়রা।
প্রবাসী ভারতীয়দের দেশের মাটির প্রতি টান অনেকদিনের। দেশীয় নৃত্যকে বিদেশের মাটিতে জনপ্রিয় করে ভারতের নাম উজ্জ্বল করেছেন অনেক নৃত্যশিল্পী। এইরকমই এক প্রয়াস দেখা গেলো বিনীতা হাজারী (Vinita Hajari) নামে ওই ভারতীয় নৃত্যশিল্পীর সমগ্র উপস্থাপনাতে । সোনু নিগম (Sonu Nigam) এবং অলকা ইয়াগ্নিকের (Alka Yagnik) গাওয়া এই গানটির কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান (Farah Khan)। বিখ্যাত এই নাচের হুকষ্টেপ এইবার আমেরিকার মাটিতে দেখালেন এই নৃত্যশিল্পী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিও আপলোড করতেই অনেকেই প্রশংসা করেছেন তাঁর নাচের। নীল রঙের চকচকে ঘাগড়া চোলিতে একেবারে দেশীয় আন্দাজে ধরা দিয়েছেন প্রবাসী এই নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিতেও ছিল দেশীয় ঠুমকা।
ইনস্টাগ্রামে অনেকেই বিনীতার এই দেশীয় আন্দাজের প্রশংসা করেছেন। আমেরিকার রাস্তায় এই গানে নাচ এক অন্যরকম ভাবনার পরিচয় দিয়েছে। বিদেশে ভারতীয় নৃত্যের বেশ জনপ্রিয়তা আছে। তবে ভিডিওটি দেখতে গিয়ে কখনোই মনে হয়নি যে বিদেশের মাটিতে বিনীতা নেচেছেন। আমেরিকায় বসবাস করলেও দেশের নাচ যে এখনো তাঁকে টানে এই অসাধারন উপস্থাপনা তার প্রমান। আশা করা যায় তাঁর এই নাচ দেশের সাথে সাথে বিদেশের মানুষও সমানভাবে উপভোগ করেছেন।