
বিখ্যাত বেলি ডান্সার (Belly Dancer) হিসাবে আলেক্স ডেলোরার (Alex Delora) নাম আমরা অনেকেই কমবেশি জানি। সোশ্যাল মিডিয়ায় তিনি অতি পরিচিত এক মুখ। নাচের মাধ্যমে তিনি জয় করেছেন হাজার হাজার মানুষের মন। সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর এত ফলোয়ার্স বৃদ্ধি হয়েছে।নিজে একজন ফিটনেস ইনস্ট্রাকশন হিসেবেও কাজ করে থাকেন। এছাড়া বেলি ডান্সার হিসাবে বিভিন্ন মঞ্চে তাঁকে একজন ডান্সার, গাইড, জাজ হিসাবে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তিনি তাঁর নাচের ভিডিও পোস্ট করেন। যা মুহূর্তে ভাইরাল হয়। সম্প্রতি আবার ও একটি বেলি ডান্সের ভিডিও (Dance Video) শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।
১৯৮৯ সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন এই বেলি ডান্সার। তবে অত্যন্ত ছোট বয়স থেকেই তিনি নাচ শুরু করেননি, বরং বেশ কিছুটা বড় বয়সেই নাচ শুরু করেন তিনি। আর সেই থেকেই শুরু আর পিছন ফিরে তাকাতে হয়নি। নাচকে ভালোবেসে আজ বেলি ডান্সার হিসাবে তাঁর জগৎজোড়া খ্যাতি। বর্তমানে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর এবং কোরিওগ্রাফার হিসেবে নিজের খ্যাতি অর্জন করেছেন।
৩০ বছরের এই ইউক্রেনের বিখ্যাত বেলি ডান্সার প্রথম দিকে ফিটনেস মিক্স গ্রুপে কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি নিজেকে আরও আপডেট করেন। বর্তমানে প্রায় ৩৫ টি দেশে বেলি ডান্সিং শোয়ের ওয়ার্কশপ তিনি করে ফেলেছেন। পারফরমেন্সের সময় তাঁর কস্টিউম তিনি নিজেই ডিজাইন করেন। অসামান্য প্রতিভার অধিকারী ৩০ বছরের আলেক্স সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৭১,০০০। এছাড়া তাঁর ইনস্টাগ্রামের ফ্যান ফলোয়ার্স ১ লক্ষ ৭৭ হাজারের ওপর।
সম্প্রতি ইউটিউবে চ্যানেল শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে বিস্তীর্ণ মরুপ্রান্তরের উপর ময়ূরকণ্ঠী রঙের আরবিক বেশে অনবদ্য ভঙ্গিমায় তিনি বেলি ডান্সিং শো করছেন। খোলা চুল এবং মানানসই গয়নায় অত্যন্ত সুন্দরী লাগছিল তাঁকে। নয় মাস আগে ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়। বর্তমানে এই ভিডিওটি ১৪ লাখ ভিউ পেয়ে গেছে। আপাতত আলেক্সের বেলি ডান্সিং ভিডিওর কমেন্ট বক্সে তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরা কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন। বলাবাহুল্য ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল (Viral) হয়ে গেছে।