
সুপারস্টার গোবিন্দা (Govinda) অভিনীত ৯০ র দশকের ‘রাজা ভাইয়া’ (Raja Bhaiya) সিনেমার ‘তু যো হাস হাসকে’ (Tu Jo Hans Hans Ke) গানে অসাধারণ নাচ করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন শ্রীশ শুক্লা (Srish Shukla) নামে এক যুবতী।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল রাজা ভাইয়া সিনেমাটি। উদিত নারায়ণ (Udit Narayan) এবং কবিতা কৃষ্ণমূর্তির (Kavita Krishnamurthy) গলায় এই গানটি বেশ বিখ্যাত হয়েছিল সেই সময়। গানটিতে গোবিন্দার সাথে নায়িকা হিসেবে ছিলেন আরতি ছাবাড়িয়া (Aarti Chhabria)। গোবিন্দার নাচের দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই উঠেনা। বর্তমান যুগের যেকোনো নায়ককে নাচে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। অন্যদিকে আরতিও গোবিন্দার সাথে এই গানে ভালোই নেচেছেন। তবে যুবতীর এই একক পারফরম্যান্সও কোনো অংশে কম যায়না। সবুজ রঙের টপ এবং সাদা রঙের ট্রাউজারের সাথে হাই হিলে বেশ সুন্দর লেগেছে শ্রীশকে। সাথে এই গানে তাঁর কোরিওগ্রাফিও বেশ ভালো ছিল । আসল গানের পরিবেশ থেকে অনেকটাই আলাদা ছিল রাস্তার মধ্যে তাঁর এই পরিবেশনা। যদিও এটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও । তবুও এই অল্প সময়ের মধ্যেই শ্রীশ তাঁর নৃত্য দক্ষতার ভালো প্রদর্শন করেছেন।
View this post on Instagram
ইনস্টাগ্রামে প্রায় ৫.১ মিলিয়নের মতো ফ্যান ফলোয়িং শ্রীশের। নিজের অসংখ্য নাচের ছবি এবং ভিডিও নিয়মিত পোস্ট করেন ইন্সটা হ্যান্ডেলে। সেগুলো ভালো ভিউস পায়। তাঁর এই নাচটিও ইতিমধ্যে প্রায় ১ লাখের উপরে ভিউস পেয়েছে। নেটিজেনরা কমেন্টবক্সে বেশ প্রশংসাও করেছেন তাঁর নাচের। এখন স্বল্প দৈর্ঘ্যের এই ইন্সটা রিল গুলি মুহূর্তেই বেশ ভাইরাল হচ্ছে। অল্প সময়ে দর্শকরা বেশ আনন্দও পাচ্ছেন রিলগুলি দেখে।