
‘পানি ছলকে’ (Pani Chhalke) গানের সাথে এক সুন্দরী যুবতীর উদ্দাম নাচ নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে! নেট দুনিয়াকে এই সময়ে বেশিরভাগ মানুষই নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। বিভিন্ন ছবি বা ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেই এখন প্রায় সবাই বর্তমানে অবসর সময়যাপন করে থাকেন। একদল মানুষ যেমন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র উপভোগ করেন, আরেকদল মানুষ ক্রমাগত সেই উপাদানের বিষয়বস্তু অর্থাৎ কনটেন্টের যোগান দিয়ে থাকেন। কেউ কোনো ভালো কনটেন্ট পোস্ট করলে তা নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয় না।
এমন অনেক মানুষ আছেন যাঁরা এই সময়ে সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। নিজেদের নাচ-গান-আবৃত্তি-আঁকা-অভিনয় প্রভৃতি সবকিছুই তাঁরা নেটিজেনদের সামনে ভিডিও আকারে তুলে ধরে থাকেন। তাঁদের কনটেন্ট যদি ভালো বা উল্লেখযোগ্য হয় তবে ওই ব্যক্তি অচিরেই পরিচিতি লাভ করেন। নেট দুনিয়ায় মূলত ইউটিউবকে প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। যাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার যত বেশি বা যাঁর ভিডিওতে লাইক-কমেন্টস যত বেশি তিনি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠেন।
সম্প্রতি তেমনভাবেই ইউটিউবে আলিশা (Alisha) নামক এক সুন্দরী যুবতীর নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। বাড়ির ছাদে খোলা আকাশের নীচে ‘পানি ছলকে’ (Pani Chhalke) গানের সাথে ওই যুবতী নাচ পরিবেশন করেছেন। নীল ঘাগড়া- চোলি ও ওড়না,হাতভর্তি লাল চুড়ি ও কানে ঝোলা দুল পরে চুলে লম্বা বিনুনি করে আলিশাকে ভিডিওতে সত্যিই দারুণ দেখাচ্ছিল। নাচের মাঝে মাঝে তিনি কোনো কোনো স্টেপে একটি লাল ওড়না ও কলসিরও ব্যবহার করেছেন। পিঠকাটা ব্লাউজের ফাঁক দিয়ে তাঁর উন্মুক্ত পিঠ, পেট ও সুগভীর নাভি নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাঁর নাচের প্রতিটি স্টেপের সাথে যেন যৌবন উপচে পড়েছে! তবে তিনি যে নাচে যে বেশ পারদর্শী এই বিষয়টি খুব সহজেই বোঝা গিয়েছে। ‘Dance With Alisha’ নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা এই নাচের ভিডিওর ভিউজ সংখ্যা ২.৬ মিলিয়নে পৌঁছে গিয়েছে। প্রচুরসংখ্যক মানুষ কমেন্ট বক্সে আলিশার নাচ ও সৌন্দর্য্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।