
Viral monkey video কাজের ফাঁকে হোক বা সময় কাটাতে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সমকক্ষ অন্য কোনো প্ল্যাটফর্ম নেই। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের হাতেই স্মার্টফোন রয়েছে। একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির জন্য ইনস্টাগ্রাম বা ফেসবুক টুক করে খুললেই বিভিন্ন ধরণের প্রচুর পোস্ট বা বিভিন্নরকম ভিডিও দেখা যায়। আর নিজের মনের মতো জিনিস দেখতে তো সকলেই পছন্দ করেন। মনোগ্রাহী বা ব্যতিক্রমী কোনো দৃশ্যের ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ হলে খুব কম সময়েই তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া সেইসব বিভিন্ন ধরণের ভিডিওর মধ্যে এক বড়ো অংশজুড়ে পশু-পাখিদের নানারকম কীর্তিকলাপ দেখতে পাওয়া যায়। বাড়ির পোষ্য হোক বা রাস্তার বা বনের; সব রকমের পশু-পাখিদের নিয়ে তৈরি কনটেন্ট দেখতে কম-বেশি সব মানুষই পছন্দ করেন। সম্প্রতি নেটদুনিয়ার মানুষদের কাছে দুই বাঁদরের ভিডিও ভীষণ রকম পছন্দের হয়ে উঠেছে।
উল্লেখ্য ভিডিওতে এক যুবকের কোলে বসে তাঁর স্কুটিতে করে দুই বাঁদর ছানাকে ফলের দোকানে আসতে দেখা যায়। এরপরে এক বাঁদর ছানা যুবকের কথা অনুযায়ী তাঁর হাতে বিভিন্ন রকম ফল তুলে দিতে থাকে। ফল তুলে দেওয়া হয়ে গেলে একটি বাঁদর ছানা অন্য একজনের কোলে গিয়ে বসে। এরপরে ওই দুই বাঁদর ছানাকে আলাদা আলাদা ফল খেতে দেখা যায়। বস্তুত এই ভিডিওটি আরেকবার বাঁদরদের বুদ্ধির প্রমাণ দিয়েছে। ভিডিওতে বাঁদরের ছানাদুটি মানুষের মতোই গেঞ্জি ও প্যান্ট পরেছিল। এমন কী ফল কেনার পর ফিরে যাওয়ার সময় ওই যুবক নিজের মাথায় হেলমেট পরার পাশাপাশি বাঁদর ছানা দুটির মাথাতেও তাদের মাপের হেলমেট পরিয়ে দেন। এমন এক মিষ্টি দৃশ্য দেখে নেটিজেনরা যারপরনাই খুশি হয়েছেন। এই ভিডিওটি নেট দুনিয়ায় পোস্ট হওয়ার কিছু সময় পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এর মধ্যেই প্রচুর সংখ্যক মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন ও কমেন্টে তাঁদের ভালোলাগা জানিয়েছেন। উল্লেখ্য, এই ভিডিওটি কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের কোনো স্থানের দৃশ্য নয়।