
রবীন্দ্র সংগীত এই কথাটির সাথে সমস্ত বাঙ্গালির আত্মা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। বাঙালি জাতির সংস্কৃতি চর্চায় শিরায় শিরায় ধাবিত হয় রবীন্দ্র সংগীতের নাম। ছোট থেকে আমরা রবীন্দ্র সংগীত শুনে এবং শিখে বড় হই। আনন্দ, বিষাদ,ভালোবাসা, ভালোলাগা সবের সাথেই সব ঠাকুরের বড় ঠাকুর রবি ঠাকুর জড়িয়ে রয়েছে। সুতরাং বাঙালির ঘরে ঘরে রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র নৃত্য চর্চার রেওয়াজ রয়েছে। অনেকেই ছোট থেকে নিয়মিত তালিম নেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক অদ্ভুত সুন্দর রবীন্দ্র নৃত্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চারজন ছোট্ট মেয়ে অসামান্য ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।
আজকাল সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম হয়ে উঠেছে যেখানে খুব সহজে নিজেদের ভিতরকার প্রতিভাকে আমরা সবার সামনে মেলে ধরতে পারি। অনেকেই আছেন যাদের নাচ,গান আবৃত্তি ইত্যাদি প্রতিভাগুলি সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরেছেন। সম্প্রতি চারজন ছোট্ট মেয়ের রবীন্দ্রনৃত্য এর ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়া রীতিমত তোলপাড় করেছে। রবি ঠাকুরের গানের সাথে তাল মিলিয়ে তাদের এই নাচ রীতিমত মুগ্ধ করেছে সকলকে। যা রীতিমতো ভাইরাল (Viral) হয়ে গেছে।
এই চারজন বাচ্চার নৃত্যশৈলী সকলের মন ছুঁয়ে গেছে। লাল পাড় সাদা শাড়ি মাথায় বাঁধা খোপার ফুল সবকিছু মিলিয়ে তাদের অত্যন্ত মিষ্টি দেখতে লাগছিল। গানের সাথে তাদের যৌথ নৃত্য পরিবেশনা এবং ফেসিয়াল এক্সপ্রেশন ছিল দেখার মতো। ‘আয় তবে সহচরী’ (Ay Tobe Sohochori) এই রবীন্দ্রসংগীতের সাথে নাচতে দেখা গেছে কৃতিকা, ত্রিধা, শ্রেয়া এবং দিশা নামক এই চার খুদে কন্যাকে। খোলা মাঠের মধ্যে প্রাকৃতিক পরিবেশে তাদের এই প্রাণোচ্ছল নাচ এককথায় অনবদ্য। উল্লেখ্য ‘পূরবী কলাকেন্দ্র’র ছাত্রী এই চারজন কন্যা।