
বর্তমান যুবসমাজ সোশ্যাল মিডিয়াকে (Social Media) নিজেদের প্রতিভা দেখানোর প্লাটফর্ম হিসেবে নির্বাচন করেছেন। অনেকেই তাঁদের ভেতরকার সুপ্ত প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল দুনিয়ার সামনে মেলে ধরেছেন। গান,নাচ আঁকা আবৃত্তি অনেক রকমের ভাইরাল ভিডিও আজকাল আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম সাইটে খুঁজে পাই। এর মধ্যে নাচের ভিডিওগুলি (Dance Video) সবথেকে বেশি আকর্ষণীয় হয়। সম্প্রতি এক যুবতী সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের ভেতরকার নাচের সুপ্ত প্রতিভাকে মেলে ধরেছেন। বর্তমানে এই যুবতী সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত হয়ে উঠেছেন তাঁদের অপূর্ব সুন্দর নৃত্যশৈলীর মাধ্যমে। এই যুবতীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে (Viral Video) যুবতীকে অনবদ্য ভঙ্গিমায় নাচতে দেখা গেছে। এই যুবতীর নাচের ভিডিও দেখলে সহজেই অনুমান করা যায় যে তিনি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নৃত্যশিল্পী। সম্প্রতি নিজের বাড়ির উঠোনের সামনে এই যুবতীর বাংলাদেশী গানে একটি রিল ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে।
বর্তমানে ইনস্টাগ্রামে রিল ভিডিও বানানোটা তরুণ প্রজন্মের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই যুবতী একটি বাংলাদেশী গানের সাথে অসাধারণ নৃত্যভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেছেন। ‘আমার বাড়ির পাশে উঁকি মারে’ (Amar Barir Pase Uki Mare) গানেতে অনবদ্য ভঙ্গিমায় নাচতে দেখা গেছে যুবতীকে। লাল রঙের ব্লাউস এবং ধূসর রঙের লাল পাড় শাড়িতে খোলা চুলে মানানসই চুড়িতে ও মেকআপে তাঁকে অনবদ্য সুন্দরী দেখতে লাগছিল। গানের সঙ্গে তাল মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে গালেতে আবির মেখে সম্ভবত দোলের দিন ট্রাডিশনাল সেজে নৃত্য পরিবেশন করেছেন তিনি। ফেসবুকের একটি জনপ্রিয় পেজ থেকে এই রিল ভিডিওটি শেয়ার করা হয়েছে। উল্লেখ্য বর্তমানে অজস্র নেটিজেন রিল ভিডিওটির কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন। দশ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। বলাবাহুল্য ভিডিওটি রীতিমতো ভাইরাল (Viral Video) হয়ে গেছে।