
যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। বিনোদনের জন্য আমাদের অন্য কোথাও চোখ রাখতে হয়না। সোশ্যাল মিডিয়ার পাতায় একবার চোখ রাখলেই বিভিন্ন রকম বিনোদনমূলক ভিডিও আমাদের কাছে হাজির হয়। নাচ-গান ইত্যাদি বিভিন্ন রকমের ভিডিও নিত্যদিনই এখানে ভাইরাল হয়। তবে সবচেয়ে বেশি যুবতী মেয়েদের নাচের ভিডিওগুলি আকর্ষণ করে আমাদের। আর তাই নেটদুনিয়ায় পুরোনো নতুন বিভিন্ন ধরনের গানে মাঝে মধ্যে ইউজারদের নাচের ভিডিও আপলোড করতে দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক যুবতীর নাচের ভিডিও (Dance Video) ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমত অবাক হয়ে গেছে নেটিজেনরা।
এমনিতে নিত্যদিনই পুরোনো এবং ট্রেন্ডিং গানের নাচের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। সেখানে হরেক রকম পোশাকে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দেয় ইউজাররা। সম্প্রতি এক যুবতীর নাচ এই সমস্ত ভিডিও গুলিকে ছাপিয়ে গেছে। একদিকে তিনি যেমন অসামান্য দক্ষতায় নেচেছেন অন্যদিকে তাঁর শরীরী আবেদন রীতিমতো ঘায়েল করে দিয়েছে নেটিজেনদের। সমস্ত লজ্জা সরমের ঊর্ধ্বে গিয়ে বিনা অন্তর্বাসে প্রকাশ্যে নেচে দেখিয়েছেন এই যুবতী।
বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘আজা ভিগ লে পিয়া’ (Aajaa Bheeg Le Piyyaa) তে অত্যন্ত লাস্যের সাথে ডান্স পারফরম্যান্স দিয়েছেন প্রিয়াঙ্কা নামের এক সুন্দরী রমণী। নাচের সাথে সাথে উপরিপাওনা ছিল তাঁর অসামান্য শরীরী আবেদন। তিনি তাঁর নিজস্ব ইনস্টাপেজ থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে যুবতীকে একটি হলুদ রঙের লং স্কার্ট ও কালো ব্রালেট পরতে দেখা গেছে। অন্যদিকে সবথেকে বেশি আকর্ষণীয় ছিল তাঁর উর্ধাঙ্গের পোশাক। একটি কালো রঙের ওড়নাকে কোনরকম ভাবে তিনি তাঁর বক্ষবন্ধনী করে পরেছিলেন। এক টুকরো কাপড়ে তিনি যেন কোনোরকমে ঢেকে রেখেছেন তাঁর বক্ষযুগল। বলাবাহুল্য তাঁর শরীরের প্রায় বেশিরভাগ অংশই অনাবৃত ছিল,যা রীতিমতো এই ভিডিওটিকে বোল্ড করে তুলেছে।
View this post on Instagram
ইতিমধ্যেই ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। অজস্র নেটিজেন ভিডিওটি লাইক এবং শেয়ার করেছেন। এছাড়াও অনেকেই হট,সেক্সি, বোল্ড পারফরম্যান্স ইত্যাদি মন্তব্য করেছেন। তবে আপাতত যুবতী তাঁর লাস্যময়ী ফেসিয়াল এক্সপ্রেশন ও কোমরের হিল্লোল দিয়ে নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। আর সেইজন্যেই তাঁর নাচ খুবই পছন্দ হয়েছে নেটিজেনদের।