
বর্তমান সময়ে নেটদুনিয়ায় নিত্যদিনই হরেক রকমের ভিডিও ভাইরাল (Viral) হওয়াটা কোন নতুন ব্যাপার নয়। তবে এরই মাঝে কিছু কিছু ভিডিও থাকে যেগুলো রীতিমতো মন ছুয়ে যায় আমাদের। আজকাল সোশ্যাল মিডিয়ায় (Social Media) সারাদিনের কান্তির পর এই সমস্ত ভিডিওগুলি দেখে আমাদের মন রিফ্রেশ হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি গ্ৰুপ নাচের ভিডিও (Dance Video) রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে পাঁচ যুবতীর সাথে এক যুবককে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। ‘আজ ফাগুনে আগুন লাগে’ (Aj Fagune Agun Lage) এই গানে নাচতে দেখা গেছে এই যুবক এবং যুবতীদের। দোলা রায় এবং অভিজিৎ বসুর গাওয়া এই গানে তাঁদের নাচ রীতিমত দেখার মতো ছিল। ‘জয়জিত ডান্স’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পাঁচ যুবতী সবুজ রঙের ব্লাউজ এবং টুকটুকে লাল শাড়িতে সেজে উঠেছেন।হাতে-কানে মাথার খোঁপায় ফুলের গয়নাতে পাঁচ যুবতীকে সত্যিই অপরূপা লাগছিল। অন্যদিকে যুবকটির পরনে ছিল চেক জামা এবং ধুতি। তাদের এই অসাধারণ গ্রুপ ডান্স এককথায় অনবদ্য। গানের সাথে তাঁদের প্রত্যেকটি নাচের স্টেপ ছিল অসাধারণ ও ফ্লোলেস।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সাথে সাথেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটি ২.৮ মিলিয়ন ভিউ পেয়ে গেছে। এছাড়া ভিডিওটিতে ১৩হাজারেরও বেশি লাইক পড়েছে। ভিডিওর কমেন্ট বক্স নেটিজেনদের ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে। অনেকেই বিউটিফুল, দারুন হয়েছে, নাইস ইত্যাদি মন্তব্য করছেন। আপাতত এই যুবক-যুবতীদের নিঁখুত ডান্স স্টেপ এবং অসামান্য ফেসিয়াল এক্সপ্রেশনে মুগ্ধ হয়ে গেছেন হাজার হাজার নেটিজেন।