
শ্রুতি রানের (Shruti Rane) গাওয়া ‘দো ঘুঁট’ (Do Ghoont) গানের সাথে এক খুদে মেয়ের নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। দেবস্মিতা ভৌমিক নামক এই পুঁচকের ছোট ছোট হাত-পা নাড়িয়ে নাচ সকলের মন জয় করে নিয়েছে। বস্তুত বর্তমান সময়ে অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়াকে নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। কাজের ফাঁকে বা নিজেদের অবসর সময়ে চট করে সোশ্যাল মিডিয়া খুলে মন ভালো করে দেওয়ার মতো অনেক কিছুই দেখতে পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় আকছার বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হওয়া ভিডিওগুলির এক বড়ো অংশ জুড়ে বাচ্চাদের নানারকম ভিডিও থাকে। নেট দুনিয়ায় বাচ্চাদের ভাইরাল হওয়া ভিডিওতে তাদের বিভিন্ন দুষ্টু-মিষ্টি কাণ্ডকারখানা ছাড়াও হামেশাই প্রতিভার খোঁজ-ও পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বাচ্চাদের এমন কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য হয়। নাচ-গান-আবৃত্তি, সব দিকেই এক একজন খুদের প্রতিভা তাক লাগিয়ে দেওয়ার মতো হয়।
সম্প্রতি ফেসবুকে তেমনই এক খুদে মেয়ের নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে খোলা পরিবেশে বাগানের মাঝে জনপ্রিয় হিন্দি গান ‘দো ঘুঁট’ (Do Ghoont)-এর সাথে দেবস্মিতা ভৌমিক নাচ পরিবেশন করেছেন। নীল রঙের ফুলহাতা টপ এবং কমলা রঙের ঘাগড়া পরে চুলে ঝুঁটি বেঁধে ওই খুদে নাচ করেছেন। গানের তালে তালে তাঁর মিষ্টি প্রাণবন্ত নাচ ও এক্সপ্রেশন দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। ফেসবুকে ‘Chitrayan-চিত্রায়ণ’ নামক পেজথেকে ত্রিপুরার উদয়পুরের এই খুদের ভিডিওটি পোস্ট করা হয়েছে। পুঁচকে দেবস্মিতার এই নাচের ভিডিওর ভিউজ সংখ্যা ৭৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। কমেন্ট বক্সে নেটিজেনরা খুদের নাচের প্রশংসা করে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।