অফবিটলাইফ স্টাইল
দীর্ঘ দুই দশকে প্রথমবার, মহালয়ার ৩৫ দিন পর এবারের দূর্গা পূজা হবে, জানুন আসল কারন

মহালয়ার ৩৫ দিন পরে এবারের দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এবারে কেন এমন হল। এ বছরের মহালয়ার পরের দিন থেকে দেবীপক্ষ শুরু হচ্ছে না কারণ এইদিন আশ্বিন মাসের প্রথম অমাবস্যা। ক্যালেন্ডার অনুযায়ী আবার অমাবস্যা পড়ছে ১৬ ই অক্টোবর। সেই দিন অমাবস্যা শেষ হলে সেই দিন থেকেই শুরু হবে দেবীপক্ষ।
এবারে একই মাসে দুটো অমাবস্যা পড়ে যাওয়ায় এই মাস মলমাস হয়ে গেছে। প্রতি ১৯ বছর অন্তর মলমাস ফিরে আসে। ২০০১ সালে ও ১৯৮২ সালে এমন ঘটনা ঘটেছিল। আর এই হিসাব যদি মেনে চলা হয় তাহলে আবারও ২০৩৯ সালে এই দিন ফিরে আসবে।
Advertisement
মহালয়ার শুরু মানেই দূর্গাপুজোর তোড়জোড় শুরু। কিন্তু এই বছর অপেক্ষা করতে হবে বেশ কিছুটা দিন। তবে বাঙালি আনন্দে এতোটুকু ভাঁটা পড়েনি। করোনার আবহে খানিকটা এলোমেলো হয়ে গেলেও মা দূর্গার আসার জন্য সকলেই পথ চেয়ে বসে আছেন।
আলু ও সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই বিকালের নাস্তা, শিখে নিন রেসিপি
এইভাবে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট, জমে যাবে ভাতের সাথে, শিখে নিন রেসিপি
গাজর ও বেসন দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই জলখাবার, শিখে নিন রেসিপি
চিড়ে ও ডিম দিয়ে বানিয়ে ফেলুন ইউনিক স্বাদের এই বিকালের নাস্তা, শিখে নিন রেসিপি
ডিম ও বেগুন দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ইউনিক তরকারি, শিখে নিন রেসিপি
পাঁচমিশালী সবজি দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ এই তরকারি, স্বাদ হবে দুর্দান্ত, শিখে নিন রেসিপি
টক দই ও সুজি দিয়ে চটপট বানিয়ে দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তা, শিখে নিন রেসিপি
এইভাবে কাতলা মাছ রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত, জমে যাবে ভাতের সাথে, শিখে নিন রেসিপি
সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই স্বাস্থ্যকর জলখাবার, শিখে নিন রেসিপি
রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন এই ঢেঁড়সের তরকারি, শিখে নিন রেসিপি