Weather Today: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা জারি এইসব জেলায়

আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জেলাতে। আবহাওয়া দপ্তর থেকে এমনি সতর্কবার্তা পাওয়া গিয়েছে।
নির্ধারিত সময়ের অনেক আগেই পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গার পরিবর্তিত আবহাওয়া সেইরকমই ইঙ্গিত দিচ্ছে। উত্তরবঙ্গে ৪ থেকে ৫ দিন আগেই বর্ষার প্রবেশ ঘটেছে। শিলিগুড়িতে ইতিমধ্যে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার,দার্জিলিং, কালিম্পঙ সহ পাঁচটি জেলায়। রবিবারে বৃষ্টির পরিমান আরো বৃদ্ধি পাবে। এর সাথে বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরের কিছু জেলাতে। বাংলাদেশ সংলগ্ন এবং উত্তরবঙ্গের কাছাকাছি জেলাগুলিতে বাকি জেলার তুলনায় বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
মৌসম ভবনের পূর্ব তথ্য অনুযায়ী সিকিমে বর্ষা প্রবেশ করে ১০ই জুন। কিন্তু এই তারিখের আগেই সিকিম সহ মেঘালয় ,মিজোরাম, নাগাল্যান্ডের মতো উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। তবে এর আগেও বঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভবনা বেশি রয়েছে। এই বৃষ্টির জন্য ভ্যাপসা গরম থেকে রাজ্যবাসী মুক্তি পেলেও দুর্যোগের সম্ভাব্য সব রকমের সম্ভবনাকে মাথায় রেখে রাজ্যবাসীকে বাইরে বেরোতে বারণ করেছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান কমবে।এই কারণে আদ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভবনা রয়েছে। বিকেলের দিকে বঙ্গে বৃষ্টি হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড গরমে রাজ্যবাসীর অবস্থা বেহাল হয়ে গিয়েছে। আদ্রতা বাড়লেও তাপমাত্রা বাড়ার কোন ইঙ্গিত দেয়নি আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।