Lifestyle: অর্থনৈতিক সংকট দূর করতে শুকনো লঙ্কার সহজ-সরল টোটকা

প্রাচীনকাল থেকেই মা ঠাকুমাদের বিভিন্ন ঘরোয়া টোটকা গুলি যেমন শারীরিক ভাবে সুস্থ থাকতে সাহায্য করে, আবার রান্নাতে বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে তেমনি আবার আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাগুলিকে অনায়াসেই দূর করতে পারে। মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। যার কবলে পড়লে মানুষ যতদিন না তার থেকে রেহাই পায় তার জীবনে যেন শান্তি কিছু তেই আসে না। আর এই অর্থনৈতিক সমস্যা থেকে সমাধানের একটি বিশেষ উপায় হলো শুকনো লঙ্কার ব্যবহার। এই শুকনো লঙ্কা শুনতে সামান্য মনে হল এই জিনিস বেশ কাজের। আমাদের দৈনিন্দিন রান্না-বান্না তে তো আছেই তার সাথে নজর কাটাতে শুকনো লঙ্কা ব্যবহার করা হয়। তবে আর কিভাবে এই শুকনো লঙ্কা ব্যবহার করলে জীবনের আর্থিক সমস্যা দূর হবে তা জেনে নিন নিম্নে:-
আর্থিক সংকট থেকে দূরে থাকতে বালিশের নিচে শুতে যাওয়ার আগে সাতটি শুকনো লঙ্কা রেখে দিতে পারেন। এতে আপনার অর্থনৈতিক সংকট দূর হওয়ার পাশাপাশি আপনি শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবেন। আর অর্থ সংকট দূর করতে হলে সাতটি শুকনো লঙ্কা আপনি যেখানে টাকা রাখেন সেই স্থানে রাখতে পারেন।
শুকনো লঙ্কা দিয়ে আর্থিক সঙ্কট দূর করার আরেকটি পদ্ধতি হলো প্রতি বৃহস্পতিবার সাতটি শুকনো লঙ্কা একটি সাদা কাপড়ের মধ্যে জড়িয়ে কাপটি মা লক্ষ্মীর সামনে রেখে দিতে হবে। আর সেই বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পাঁচালী পড়তে হবে আর এই ভাবেই আপনার দূর হবে আর্থিক সমস্যা।
শুকনো লঙ্কা ব্যবহার করে অর্থ সমস্যা দূর করার উপায় গুলি আপনি আপনার বাড়িতে সাত বার পরপর প্রয়োগ করতে পারেন। এতে আপনি আর্থিক ও শারীরিক দুই সমস্যা থেকে দূর হতে পারবেন এবং সবকিছু দিক থেকেই সমৃদ্ধ হতে পারবেন।