Gold Price: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ৫,১৪৮ টাকা

সোনার দাম (Gold Price) মে মাসের শেষ সপ্তাহের প্রথম কর্মদিবসে আবার দেশজুড়ে বেড়ে গিয়েছে। নতুন মাসের শুরুর আগেই সোনার দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিয়ের মরশুম শুরু হওয়াতে সোনার চাহিদা এমনিতেই বেড়ে গিয়েছে, অন্যকে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য অনেকেই এই সময় সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি জিনিসপত্র ক্রয় করে থাকেন। তাই স্বাভাবিকভাবেই সোমবার চাহিদাসম্পন্ন এই ধাতুর দাম আবার ৫৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষদের পকেটে টান পড়তে চলেছে।
সোমবার অর্থাৎ ৩০ মে সকালবেলায় মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ১৩৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,০৫২ টাকা হয়েছে, এই দাম ২৪ ক্যারাট সোনার৷ পূর্বে বাজার শুরুর সময়ে সোনা ৫০,৯৭৪ টাকায় ঘোরাফেরা করছিল৷ পরবর্তী সময়ে চাহিদা বেড়ে যাওয়ার কারণে সোনার দাম ০.২৭% বৃদ্ধি পেয়ে ৫১ হাজার টাকার ঘরে পৌঁছে গিয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৫,১৪৮ টাকা কম রয়েছে।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামও (Silver Price) কিছুটা বেড়ে গিয়েছে। এমসিএক্স সূচকে সোমবার প্রতি কেজি রুপোর দাম ৩৮২ টাকা বৃদ্ধি পেয়ে ৬২৪৯৮ টাকায় দাঁড়িয়েছে ৷ সকালে বাজার খোলার সময় রুপোর দাম ৬২,২৭৭ টাকা থাকলেও ক্রমবর্ধমান চাহিদার কারণে পরবর্তী সময়ে প্রতি কেজিতে ০.৬১ টাকা বেড়ে গিয়ে ৬২,৫০০ টাকা হয়েছে ৷ সারা বিশ্বেও সব জিনিসের মূল্যবৃদ্ধির পাশাপাশি সোনা ও রুপোর দামও বৃদ্ধি পেয়েছে৷ আমেরিকার বুলিয়ান বাজারে আজ সোনার দাম ০.৬২% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সপিছু ১৮৬১.৩২ ডলার হয়েছে এবং রুপোর দাম ০.৮৭% বেড়ে গিয়ে প্রতি আউন্স ২২.২৩ ডলার হয়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারের এই মূল্যবৃদ্ধি আমাদের দেশের সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) ওপরেও প্রভাব ফেলেছে ৷