মাসের শুরুতেই সোনার দামে বড়সড় পতন, রেকর্ড দরের সস্তা ৪,১১০ টাকা

সোনার দাম (Gold Price) ইংরেজি ক্যালেন্ডারের নতুন মাসের অর্থাৎ জুন মাসের প্রথম দিনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আবারও হ্রাস পেয়েছে। মে মাসের শেষ সপ্তাহের শেষ দুই দিন সোনার দাম অল্প করে হলেও বেড়ে গিয়েছিল, তাই আজকের এই পতনে সকলেই খুশি হয়েছেন। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের কারণে সারা বিশ্বে নিত্যপ্রয়োজনীয় ও চাহিদাসম্পন্ন জিনিসপত্রের দাম ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্বের অর্থনীতিই এই মুহূর্তে বেশ ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের দেশ ভারতবর্ষও সমানভাবে প্রভাবিত হয়েছে।
অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি এই সময়ে সোনা ও রুপোর দামের বারংবার পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারতে শুরু হয়েছে বিয়ের মরশুম, তার মধ্যে এগিয়ে এসেছে বাঙালিদের বিশেষ দিন জামাই ষষ্ঠী। স্বাভাবিকভাবেই উৎসবের সময়ে সাধারণ মানুষদের মধ্যে সোনা কেনা-বেচার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। বুধবার কলকাতায় তাই সোনার দাম সামান্য কম হলেও মানুষ তাতেই নিশ্চিন্ত হয়েছেন। সোনার দাম কম হওয়ার পাশাপাশি আজ রুপোর দামেরও (Silver Price) পার্থক্য ঘটেছে।
বুধবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম আছে ৫২,০৯০ টাকা। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ৪,১১০ টাকা কম রয়েছে। পাশাপাশি, ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম কমে গিয়ে ৪৭,৭৪০ টাকা হয়েছে। এর সাথেই পাকা সোনার ১০ গ্রামের দাম আজ ৫১ হাজার টাকার গণ্ডি পার হয়ে গিয়েছে। বুধবার কলকাতায় রুপোর দামেরও পতন ঘটেছে, আজ এক কিলোগ্রাম রুপোর দাম (Silver Price) হ্রাস পেয়ে ৬১,২০০ টাকায় দাঁড়িয়েছে।