Gold Price: হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দরের থেকে সস্তা ৪,৯০০ টাকা

ভারতবর্ষে সোনার দাম (Gold Price) আজ আবারও কিছুটা হ্রাস পেয়েছে। পরপর কয়েকদিন ধরে দামের এই পতন সাধারণ মানুষদের বেশ স্বস্তি দিয়েছে। সাধারণ মানুষদের পাশাপাশি ব্যবসায়ীদেরও মুখে আবার হাসি ফুটেছে। বিয়ের মরশুমজুড়ে সাধারণত সোনা কেনা-বেচার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পায়। অন্যকে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য সাধারণ মানুষ এই সময়ে তিলে তিলে জমানো অর্থ দিয়ে সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন। বিয়ের মরশুমের শেষের দিকে চলতি সপ্তাহে সোনার দামের পতনে তাই সকলেই খুশি হয়েছেন।
সপ্তাহের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরেও ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা কমে ৫১,৩০০ টাকা হয়েছে। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ৪,৯০০ টাকা কম রয়েছে। ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম আজ ১০০ টাকা হ্রাস পেয়ে ৪৮,৬৫০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম বৃহস্পতিবার কলকাতায় এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৮৫০ টাকা কমে ৪৯,৪০০ টাকা হয়ে গিয়েছে। পরপর কয়েকদিন সোনার দামের (Gold Price) এই পতন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চিন্তা কমিয়ে দিয়েছে।
সোনার পাশাপাশি বর্তমানে বাজারে রুপোর চাহিদাও অনেকটাই বেড়ে গিয়েছে। হালফ্যাশনের রুপোর গয়না পরা এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে চলছে। বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম হ্রাস পেলেও রুপোর দাম (Silver Price) বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম আজ ৩০০ টাকা বেড়ে হয়েছে ৬০,৮০০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০,৯০০ টাকায় দাঁড়িয়েছে।