Gold Price: সপ্তাহের শেষে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দরের থেকে সস্তা ৪,৭০০ টাকা

সোনার দাম (Gold Price) সপ্তাহের শেষ কর্মদিবসে খানিকটা কমে গিয়েছে। সোনার পাশাপাশি আজ রুপোর দামও (Silver Price) কিছুটা হ্রাস পেয়েছে। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই দুই ধাতুর দাম আজ অতি অল্প পরিমাণে হ্রাস পেলেও সাধারণ মানুষজন তাতেই আশাবাদী হয়ে উঠেছেন। গতকালের দামের এক ধাক্কায় উত্থান সকলকেই বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। বর্তমান সময়ে বিশ্ব বাজারের পাশাপাশি ভারতবর্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) বারংবার উত্থান-পতন লেগেই রয়েছে। কিন্তু বর্তমানে বিয়ে ও অন্যান্য বিশেষ উৎসবের মরশুমের মধ্যে সোনার ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষদের বেশ চিন্তার মধ্যেই রেখেছিল। আজ অর্থাৎ শনিবার সোনা-রুপোর দাম সামান্য হলেও হ্রাস পেয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা হ্রাস পেয়ে ৫১,৫০০ টাকা হয়ে গিয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৪,৭০০ টাকা কম রয়েছে।
শনিবার কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কমে ৪৮,৮৫০ টাকায় দাঁড়িয়েছে এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার ২০০ টাকা কমে ৪৯,৬০০ টাকা হয়ে গিয়েছে। আজ সোনার পাশাপাশি রুপোর দামেরও (Silver Price) এক ধাক্কায় বেশ পতন ঘটেছে। শনিবার অর্থাৎ ২৫ জুন প্রতি কেজি রুপোর বাটের দাম ৮৫০ টাকা হ্রাস পেয়ে ৫৯,৯০০ টাকায় পৌঁছেছে। এর সাথেই প্রতি কেজি খুচরো রুপোর দাম ৮৫০ টাকা কমে ৬০,০০০ টাকায় পৌঁছে গিয়েছে। সোনা-রুপোর দামের আজকের এই পতন সাধারণ মানুষদের খানিক শান্তি দিয়েছে।