Gold Price: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ৪,৫০০ টাকা

সপ্তাহের শেষের দিকে সোনার দাম (Gold Price) আবারও বেড়ে গিয়েছে। গতকালের পর আজকেও দামের এই উত্থানে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। একথা সকলেরই জানা ভারতীয় বাজারে নির্দিষ্ট কিছু জিনিসের দাম হামেলাই ওঠা-নামা করতে থাকে। সেই জিনিসের তালিকায় রয়েছে অন্যতম দুই আলঙ্কারিক ধাতু সোনা ও রুপো। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির ওপরেই প্রভাব পড়ছে, ভারতীয় অর্থনীতিও কিছুটা হলেও প্রভাবিত হয়েছে।
বিশেষত বর্তমান এই পরিস্থিতিতে ভারতবর্ষে সোনা-রুপোর দামের (Gold and Silver Price) আকছার তারতম্য ঘটছে। বিয়ের মরশুম চলায় এই সময়ে অনেকেই নিজেদের ব্যবহারের জন্য অথবা অন্যকে উপহার দেওয়ার জন্য সোনা ও রুপোর গয়না বা অন্যান্য জিনিস ক্রয় করে থাকেন। তাই সাধারণ মানুষ রোজকার দামের ওপর জোরদার নজর রেখে চলেছেন। আজ সপ্তাহের শেষ কর্মদিবসে অর্থাৎ শুক্রবারে কলকাতায় সোনার দাম আবার কিছুটা বৃদ্ধিলাভ করেছে। আজ অর্থাৎ ১০ জুন ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা বেড়ে গিয়ে ৫১,৭০০ টাকা হয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) তুলনায় ৪,৫০০ টাকা কম রয়েছে।
এছাড়াও, কলকাতায় শুক্রবার ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা বেড়ে ৪৯,০৫০ টাকা হয়ে গিয়েছে। ২২ ক্যারাট হলমার্ক সোনার দামও আজ ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে, আজকের দাম ৪৯,৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আজ কলকাতায় সোনার দাম (Gold Price) বাড়লেও আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দাম (Silver Price) হ্রাস পেয়েছে। শুক্রবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৪০০ টাকা কমে হয়েছে ৬২,১৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ৪০০ টাকা কমে ৬২,২৫০ টাকায় পৌঁছে গিয়েছে।