লক্ষ্মীবারে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দরের থেকে সস্তা ৪,৩৫০ টাকা

অবশেষে ভারতে সোনার দাম (Gold Price) আজ কিছুটা হলেও হ্রাস পেয়েছে। পরপর কয়েকদিন ধরে দামের উত্থান সাধারণ মানুষদের বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। বিয়ের এই মরশুমে সাধারণত সোনার কেনা-বেচার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পায়। অন্যকে উপহার দেওয়ার জন্য বা নিজস্ব ব্যবহারের জন্য সাধারণ মানুষ এই সময়ে তিলে তিলে জমানো অর্থ দিয়ে সোনার গয়না বা সোনা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন। সোনার পাশাপাশি বর্তমানে বাজারে রুপোর চাহিদাও অনেকটাই বেড়ে গিয়েছে। হালফ্যাশনের রুপোর গয়না পরা এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে চলছে। ব্যবসায়ীদের মধ্যেও দামের এই ঊর্ধ্বগামিতা তাই স্বাভাবিকভাবেই বাজারের অবস্থা নিয়ে অসুবিধের সৃষ্টি করেছিল।
আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতবর্ষে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমে হয়েছে ৫০,৮০৯ টাকা। আজ রুপোর দামও হ্রাস পেয়েছে, এক কিলোগ্রাম রুপোর দাম ০.১১% কমে ৬১,৪৬৭ টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম কমের দিকেই রয়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৮৫০ ডলারের কাছাকাছি রয়েছে এবং এক আউন্স রুপোর দাম ০.৫% হ্রাস পেয়ে ২১.৮৬ ডলার হয়ে গিয়েছে।
সপ্তাহের লক্ষ্মীবারে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরেও সোনা ও রুপোর দাম (Gold and Silver Price) কিছুটা হলেও কমেছে। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম আজ ১৫০ টাকা কমে ৫১,৮৫০ টাকা হয়েছে। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) আজকের এই দাম ৪,৩৫০ টাকা কম রয়েছে। ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম বৃহস্পতিবার ১৫০ টাকা হ্রাস পেয়ে ৪৯,২০০ টাকায় দাঁড়িয়েছে এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার দামও আজ ১৫০ টাকা কমে ৪৯,৯৫০ টাকা হয়ে গিয়েছে। তবে কলকাতায় আজ সোনার দাম কম হলেও রুটোর দাম আবারও বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৬২,০৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬২,১৫০ টাকায় দাঁড়িয়েছে।