হুড়মুড়িয়ে কমল ২২-২৪ ক্যারেট সোনার দাম, রেকর্ড দরের থেকে কমল ৪,৩৫০ টাকা

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের প্রথম দিনেই সামান্য হ্রাস পেয়েছে। বস্তুত এই বিষয়টি কারোরই অজানা নয় যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে অন্যান্য সময়ের তুলনায় বিগত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক অর্থনীতি বেশ টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে আমাদে্য দেশ ভারতবর্ষেও, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাথে চাহিদাসম্পন্ন আলঙ্কারিক ধাতু সোনা ও রুপোর দামেরও (Gold and Silver Price) বারংবার পরিবর্তন ঘটেছে।
বর্তমানে সারা দেশ জুড়েই রমরমিয়ে বিয়ের মরশুম চলছে। স্বাভাবিকভাবেই এই সময়ে সোনা ও রুপোর কেনা-বেচার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তাই ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষেরাও সোনা-রুপোর প্রতিদিনের দামের ওপর নজর রেখেছেন। চলুন এক নজরে আজ অর্থাৎ রবিবার কলকাতায় সোনা ও রুপোর দাম (Gold and Silver Price) কী রয়েছে দেখে নেওয়া যাক। সপ্তাহের প্রথম দিনেই ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা হ্রাস পেয়ে ৫১,৮৫০ টাকায় পৌঁছেছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৪,৩৫০ টাকা কম রয়েছে।
কলকাতায় রবিবার ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা কমে হয়েছে ৪৯,২০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দামও আজ ৫০ টাকা কম হয়েছে, আজকের দাম ৪৯,৯৫০ টাকায় দাঁড়িয়েছে। ছুটির দিনে একই চিত্র দেখা গিয়েছে রুপোর ক্ষেত্রেও, কলকাতায় আজ দুই প্রকার রুপোর দামই (Silver Price) সামান্য হলেও কমেছে। রবিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ১০০ টাকা হ্রাস পেয়েছে ৬২,৬৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম ১০০ টাকা কম হয়ে ৬২,৭৫০ টাকায় পৌঁছেছে। সোনা ও রুপোর দামের এই পতন সামান্য হলেও সাধারণ মানুষেরা দামের নিম্নমুখী রূপ দেখে আশাবাদী হয়েছেন।