সপ্তাহের শেষলগ্নে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দরের থেকে সস্তা ৫,০০০ টাকা

সোনার দাম (Gold Price) আজ এক ধাক্কায় অনেকটা হ্রাস পেয়েছে! সারা সপ্তাহ জুড়ে দামের বারবার বৃদ্ধির পরে আজকের পতন সাধারণ মানুষদের পাশাপাশি ব্যবসায়ীদেরও খানিকটা স্বস্তি দিয়েছে। বস্তুত সোনা এমন একটি জিনিস যার দাম অনেক বেশি হলেও তিলে তিলে জমানো অর্থ দিয়ে অনেকেই সোনা কিনে থাকেন। বিশেষত মহিলাদের অধিকাংশেরই সোনার প্রতি অদ্ভুত এক টান রয়েছে। নিত্যদিনের ব্যবহারের জন্য অথবা উৎসবে-অনুষ্ঠানে অন্যকে উপহার দেওয়ার জন্য ভারতীয়রা হামেশাই সোনার তৈরি বিভিন্ন জিনিস ক্রয় করে থাকেন।
বিশ্ববাজারে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতে কখনও সোনার দাম কমে, আবার কখনও আন্তর্জাতিক অর্থনীতির প্রভাবে ভারতবর্ষের সোনার দামের বৃদ্ধি ঘটে। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। সেই কারণে সোনার দাম উত্থান-পতন লেগেই রয়েছে। আজ চলতি সপ্তাহের শেষ দিনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোনার দাম কমে গিয়েছে।
শনিবার ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৭০০ টাকা হ্রাস পেয়ে ৪৮,৬০০ টাকা হয়ে গিয়েছে। একইসাথে, ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দামও ৭০০ টাকা হ্রাস পেয়ে ৪৯,৩৫০ টাকায় পৌঁছেছে। আজ অর্থাৎ ১৪ই মে কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৭৫০ টাকা কম হয়ে ৫১,২০০ টাকা হয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৫,০০০ টাকা কম রয়েছে। অপরদিকে, শনিবার সোনার পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামেরও (Silver Price) বেশ পতন ঘটেছে। প্রতি কেজি রুপোর বাটের দাম আজ ১,৩০০ টাকা কম হয়ে ৫৯,৮০০ টাকা হয়েছে। এর সাথেই, প্রতি কেজি খুচরো রুপোরও দাম ১,৩০০ টাকা হ্রাস পেয়ে ৫৯,৯০০ টাকায় দাঁড়িয়েছে। এক ধাক্কায় সোনা ও রুপোর দাম (Gold and Silver Price) এইভাবে কমে যাওয়ায় সাধারণ মানুষদের চিন্তা যে কিছুটা হলেও কমেছে তা তো বলাই বাহুল্য। পাশাপাশি, ব্যবসায়ীরাও আবার বাজার জমে ওঠার আশায় বুক বেঁধেছেন।