Gold Price: সপ্তাহের শুরুতেই হুড়মুড়িয়ে কমল সোনার দাম, রেকর্ড দামের থেকে সস্তা ৪,৯৩০ টাকা

সোনার দাম (Gold Price) সপ্তাহের প্রথম কর্মদিবসে খানিকটা কমে গিয়েছে। সোনার পাশাপাশি আজ রুপোর দামও (Silver Price) কিছুটা হ্রাস পেয়েছে। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই দুই ধাতুর দাম আজ অতি অল্প পরিমাণে হ্রাস পেলেও সাধারণ মানুষজন তাতেই আশাবাদী হয়ে উঠেছেন। গতকালের দামের এক ধাক্কায় উত্থান সকলকেই বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। বর্তমান সময়ে বিশ্ব বাজারের পাশাপাশি ভারতবর্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) বারংবার উত্থান-পতন লেগেই রয়েছে। কিন্তু বর্তমানে বিয়ে ও অন্যান্য বিশেষ উৎসবের মরশুমের মধ্যে সোনার ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষদের বেশ চিন্তার মধ্যেই রেখেছিল। আজ অর্থাৎ সোমবার সোনা-রুপোর দাম সামান্য হলেও হ্রাস পেয়েছে। ১৩ জুন ভারতবর্ষের সরাফা বাজারে ১০ গ্রাম সোনার দাম কমে ৫১,২৭০ টাকা হয়ে গিয়েছে। পাশাপাশি, ১ কেজি রুপোর দামও আজ হ্রাস পেয়েছে, রুপোর আজকের দাম আজ ৬০,৭৪৫ টাকায় দাঁড়িয়েছে।
সোমবার ভারতবর্ষের রাজধানী দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৩২১ টাকা হ্রাস পেয়ে প্রতি ১০ গ্রাম পিছু ৫১,২৭০ টাকায় পৌঁছেছে, গতকালের এই দাম ৫১,৫৯১ টাকায় অবস্থান করছিল। অপরদিকে, সরাফা বাজারে সোমবার প্রতি কিলো রুপোর দাম ৮৭৪ টাকা কমে গিয়ে ৬০,৭৪৫ টাকা হয়ে গিয়েছে ৷ আগের দিন বাজার বন্ধ হওয়ার সময় রুপোর দাম ছিল ৬১,৬১৯ টাকা। আপাতদৃষ্টিতে সোনা ও রুপোর দাম (Gold and Silver Price) কমলেও এই দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে, যার ফলে সাধারণ মানুষরা এখনও অবধি পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) আজকের এই দাম ৪,৯৩০ টাকা কম রয়েছে।