Gold Price: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ৪,৫০০ টাকা

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের প্রথম কর্মদিবসেই খানিক বৃদ্ধি পেয়েছে। সোনার দামের এই ঊর্ধ্বগামিতা যে ভারতের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চিন্তার মধ্যে রেখেছে তা বলাই বাহুল্য। তবে শুধুমাত্র সোনাই নয়, আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামেরও আবারও উত্থান ঘটেছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবে আজ ভারতের বুলিয়ান বাজার খোলার সময় থেকেই সোনা ও রুপোর দাম ঊর্ধ্বগামী হয়েছে।
সোমবার ভারতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ১০ গ্রাম সোনার দাম ৩০১ টাকা বা ০.০৬% বেড়ে হয়েছে ৫১,১৩০ টাকা। অপরদিকে, এমসিএক্স সূচকে আজ প্রতি কিলোগ্রাম রুপোর দাম ০.২৬% বৃদ্ধি পেয়ে ৬১,০৫৭ টাকায় পৌঁছেছে। সোমবার মার্কিন বাজারেও সোনা-রুপোর দামের বৃদ্ধি ঘটেছে। আজ সোনার দাম ০.২৬% বেড়ে প্রতি আউন্স পিছু ১৮৪৩.৮৬ ডলার হয়েছে এবং রুপোর দাম ০.৪২% বেড়ে প্রতি আউন্স পিছু ২১.৭৪ ডলারে দাঁড়িয়েছে।
এবারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ অর্থাৎ ২০ জুন সোনা ও রুপোর দাম (Gold and Silver Price) কত রয়েছে। সোমবার ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম আছে ৫১,৭০০ টাকা। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ৪,৫০০ টাকা কম রয়েছে। এর সাথেই আজ ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ৪৯,০৫০ টাকা এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৪৯,৮০০ টাকায় দাঁড়িয়েছে। সোমবার কলকাতায় প্রতি কিলোগ্রাম রুপোর বাটের দাম হয়েছে ৬১,৪০০ টাকা এবং প্রতি কিলোগ্রাম খুচরো রুপোর দাম ৬১,৫০০ টাকায় পৌঁছেছে। উল্লেখ্য, কলকাতার বাজারে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ সোমবারে সোনা ও রুপোর দামের কোনো পরিবর্তন ঘটেনি। আজকের এই দাম গতকাল অর্থাৎ রবিবারের দামেই অবস্থান করছে।