Gold Price Today: স্বর্ণের ভরিতে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে কমল ৩,৩৫০ টাকা

সোনার দাম (Gold Price) সপ্তাহের প্রথম দিনেই খানিকটা বেড়ে গিয়েছে। সোনার পাশাপাশি আজ রুপোর দামও (Silver Price) কিছুটা বৃদ্ধি পেয়েছে। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই দুই ধাতুর দাম আজ অল্প পরিমাণে বেড়ে গেলেও সাধারণ মানুষজন ও ব্যবসায়ী তাতেই চিন্তিত হয়ে উঠেছেন। গতকালের দামের পর আজকের দামের এক ধাক্কায় উত্থান আবারও সকলকেই বেশ চিন্তায় ফেলে দিয়েছে। বর্তমান সময়ে বিশ্ব বাজারের পাশাপাশি ভারতবর্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) বারংবার উত্থান-পতন লেগেই রয়েছে। কিন্তু বর্তমানে বিয়ে ও অন্যান্য বিশেষ উৎসবের মরশুমের মধ্যে সোনার ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষদের বেশ চিন্তার মধ্যেই রেখেছিল। আজ অর্থাৎ রবিবার সোনা-রুপোর দাম আবার খানিকটা হলেও বৃদ্ধি পেয়েছে। ৩রা জুলাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ২৫০ টাকা বেড়ে গিয়ে ৫২,৮৫০ টাকা হয়ে গিয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৩,৩৫০ টাকা কম রয়েছে।
পাশাপাশি, ২২ ক্যারাট সোনার দামও রবিবার বৃদ্ধি পেয়েছে। আজ ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ২৫০ টাকা বেড়ে হয়েছে ৫০,১৫০ টাকা এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দামও ২৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৫০,৯০০ টাকায় দাঁড়িয়েছে। সোনার সাথে আজ ছুটির দিনে আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামও (Silver Price) কিছুটা বেড়েছে। রবিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৩০০ টাকা বৃদ্ধি পেয়ে ৫৮,৭৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ৩০০ টাকা বেড়ে ৫৮,৮৫০ টাকায় পৌঁছে গিয়েছে।