
সুইমিং পুলে নায়ক নিরহুয়ার (Nirhuya) সাথে জলকেলিতে মত্ত হলেন নায়িকা যামিনী সিং (Yamini Singh )। প্রিয় দুই স্টারকে এইভাবে সিক্ত রোম্যান্সে ভাসতে দেখে আনন্দ পেয়েছেন দর্শকরাও।
ভাইরাল হওয়া ভিডিওটিতে নিরহুয়া এবং যামিনীকে ‘লাল্লু কি লায়লা’ (Lallu Ki Laila) সিনেমার একটি গানে অন্তরঙ্গ ভাবে নাচতে গিয়েছে। এই সিনেমার ‘একবার এ রাজা আখিয়া কে সোঝা’ (Ek Ber E Raja Ankhiya Ke Sojha) গানটি গেয়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। সন্তোষ পুরির (Santosh Puri) কথায় গানটিতে সুর দিয়েছেন মধুকর আনন্দ (Madhukar Anand)। ভিডিওটির শুরুতে লাল রঙের ম্যাচিং ড্রেসে দুই নায়ক নায়িকাকেই খুব সুন্দর লেগেছে। দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে নায়ক নায়িকাদের পোশাকেও পরিবর্তন এসেছে। যামিনীর পরনে ছিল কখনো কালো এবং হলুদ রঙের ড্রেস আবার কখনো তাঁকে নীল রঙের গাউনেও দেখতে পাওয়া গিয়েছে। ক্যাজুয়াল শার্ট প্যান্টে নিরহুয়াকেও ভালো লেগেছে। মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুজনকেই মাখো মাখো প্রেমে ভেসে যেতে দেখা গিয়েছে। ভিডিওর শেষের দিকে ঝর্ণার জলে দুজনের সিক্ত রোম্যান্স দর্শকদের রাতের ঘুম কেড়ে নেবে। ‘ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি’ (Worldwide Records Bhojpuri) ইউটিউব চ্যানেল থেকে বছর দুই আগে মুক্তি পেয়েছিল ভিডিওটি। কিন্তু নিরহুয়া এবং যামিনীর কেমিস্ট্রি দর্শকদের এতটাই ভালো লেগেছিল যে নতুন করে ভিডিওটি ভাইরাল হতেই লাইকস এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই ভিডিওটিতে লাইকসের সংখ্যা ৪৫ হাজার আর ভিউস সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখের উপরে।
দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) যিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিরহুয়া নামেই সুপরিচিত। নিরহুয়ার জনপ্রিয়তা কোনো বলিউডে স্টারের থেকে কম নয়। অভিনেতার পাশাপাশি তিনি এখন গায়ক,মিউজিক কম্পোজার এবং রাজনীতিবিদও। অন্যদিকে যামিনীও এই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা। লাস্যময়ী এই নায়িকার সাথে নিরহুয়ার ভিডিও যে নিমেষেই ভাইরাল হবে তা স্বাভাবিক। ভোজপুরি গানের জনপ্রিয়তা নিত্যদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এই এই সংখ্যা আরো বাড়বে সেটা বলাই বাহুল্য।