
ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-তে (Ullu) আবারও মুক্তি পেতে চলেছে এক সাহসী ও খোলামেলা দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজ ‘রং টার্ন’ (Wrong Turn)। ভারতের অন্যতম জনপ্রিয় এই অ্যাপ ওরফে ওটিটি প্ল্যাটফর্মের এই বোল্ড ওয়েব সিরিজ যে দর্শকদের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে তা বলাই বাহুল্য। বস্তুত এই সময়ে দাঁড়িয়ে ভারতের কিছু ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ প্রাপ্তবয়স্ক বিনোদনের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
ভারতবর্ষে এমন কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যার প্রায় প্রতিটি ওয়েব সিরিজেই প্রচুরসংখ্যক যৌন দৃশ্য থাকে। এই সব ওয়েব সিরিজ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের (১৮+) জন্যই নির্মাণ করা হয়ে থাকে। তেমনই এক নির্দিষ্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হল ‘উল্লু’ (Ullu)। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রত্যেকটি ওয়েব সিরিজে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তুমুল ঘনিষ্ঠতা ও জমজমাট রোম্যান্স দেখানো হয়ে থাকে। দর্শকদের অধিকাংশই এই ধরণের দৃশ্য ভীষণ পছন্দ করেন। ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াও অভিনেত্রীদের হটনেস ও বোল্ড লুক এইসব সিরিজ জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ।
আগামী ২৪ মে ‘উল্লু’-তে (Ullu) রিলিজ করতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘রং টার্ন’ (Wrong Turn) সিরিজের চিত্রনাট্য ‘আকাশ’ নামের এক ছেলে ও তার স্ত্রীকে নিয়ে এগোতে চলেছে। ট্রেলার অনুযায়ী আভাস পাওয়া গিয়েছে যে আকাশের স্ত্রী অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। পরবর্তীতে অন্য চরিত্রের আগমন ও পারস্পরিক রসায়ন এই সিরিজকে বেশ জমজমাট করে তুলবে বলে দর্শকেরা আশায় রয়েছেন। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পারমিতা দে (Paromita Dey) ও লক্ষ্য হান্ডা (Lakshay Handa)। রোমান্স ও ড্রামা জঁরের এই ওয়েব সিরিজে এপিসোড সংখ্যা মাত্র দুই (২) হলেও দর্শকেরা একাধিক ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ দৃশ্য দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। হিন্দি ভাষার পাশাপাশি এই সিরিজ ইংরেজি, ভোজপুরি, কন্নড়, মালয়ালম, তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে।