শ্বশুরের সঙ্গে হবু বউমার অবৈধ সম্পর্ক, নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন অদিতি, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-তে (Ullu) সম্প্রতি রিলিজ হয়েছে ‘বেটা আশিক, বাপ আয়াশ পালং তোড়’ (Beta Aashiq, Baap Ayyash Palang Tod)। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসের ৪ তারিখ এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। এই ওয়েব সিরিজ দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বস্তুত এই সময়ে দাঁড়িয়ে ভারতের কিছু ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ প্রাপ্তবয়স্ক বিনোদনের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সেন্সরবোর্ডের জন্য সিনেমায় ইচ্ছেমতো ঘনিষ্ঠ দৃশ্য রাখা যায় না। তবে ওয়েব সিরিজের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর সেই কারণেই অধিকাংশ ভারতীয় ওয়েব সিরিজ এখন খোলামেলা যৌনতামূলক দৃশ্যে ভরপুর থাকে।
ভারতবর্ষে এমন কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যার প্রায় প্রতিটি ওয়েব সিরিজেই প্রচুরসংখ্যক যৌন দৃশ্য থাকে। এই সব ওয়েব সিরিজ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের (১৮+) জন্যই নির্মাণ করা হয়ে থাকে। তেমনই এক নির্দিষ্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হল ‘উল্লু’ (Ullu)। এই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘বেটা আশিক, বাপ আয়াশ পালং তোড়’ (Beta Aashiq, Baap Ayyash Palang Tod) সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন অদিতি কোহলি (Aditi Kohli)। সিরিজে এই অভিনেত্রীর বোল্ড লুক ও হটনেস নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে।
অদিতি ছাড়াও এই সিরিজের অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন রাজ নায়ানি (Raj Nayani), কাঞ্চন (Kanchan) ও শাদাব কাদালি (Shadab Kadali)। সিরিজের একাধিক খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্য ও কলাকুশলীদের সাহসী অভিনয় এই সিরিজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই সিরিজ বাবা-ছেলের মধ্যের সম্পর্কের সমীকরণের পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে। ছেলে, ছেলের গার্লফ্রেন্ড ও বাবার পারস্পরিক রসায়নকে কেন্দ্র করেই ‘বেটা আশিক, বাপ আয়াশ পালং তোড়’ সিরিজের চিত্রনাট্য এগিয়েছে।