
উরফি জাভেদ (Urfi Javed) নামটার সাথেই জড়িয়ে আছে বিতর্ক। বলিউডে (Bollywood) নিজের পোশাক নির্বাচনের জন্য সবসময় সমালোচনার শিকার হন এই অভিনেত্রী। বিগ বস ওটিটি প্লাটফর্মে আসার পর অভিনেত্রীর জনপ্রিয়তা আরো বেড়েছে। তবে অভিনয়ের থেকে বিভিন্ন রকমের অদ্ভুত পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন তিনি। নানা রকমের বিতর্ক সৃষ্টি করে কিভাবে লাইমলাইটে থাকতে হয় তা তিনি খুব ভালোভাবেই জানেন। নিজের পোষাক নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা করা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। এহেন বির্তকিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় আবার নতুনভাবে ভাইরাল হয়েছেন।
কখনো নিজের ছবি দিয়ে, কখনো প্লাস্টিক দিয়ে, আবার কখনো সেফটিপিন দিয়ে বানানো পোশাক পরে সোশ্যাল মিডিয়ার ছবি দিতে দেখা গেছে অভিনেত্রীকে। প্রত্যেকবারই সমালোচনার শিকার হন , তবুও পিছু হটতে নারাজ এই অভিনেত্রী। সর্বসমক্ষে জানিয়ে দিয়েছেন নিজের পছন্দ মত পোশাক নির্বাচন করবেন তিনি। নেগেটিভ মন্তব্যকে পাত্তা দিতে চান না। সম্প্রতি তিনি এমন পোশাক পরেছেন যা দেখে রীতিমতো নেটিজেনদের চোখ কপালে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী উরফির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একটি সাধারণ সবজির বস্তা হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু সেই সাধারণ সবজির চটের বস্তা দিয়ে অভিনেত্রী পরমূহুর্তেই মিনি স্কার্ট এবং ব্রালেট টপ বানিয়ে ফেলেন। তবে অভিনেত্রীকে এই পোশাকে দেখে নেটিজেনদের মধ্যে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেছে। নেটিজেনরা অভিনেত্রীকে নিয়ে রীতিমতো ট্রোলিং করা শুরু করে দিয়েছেন। অনেকেই বলেছেন উরফি আর কিছু পেল না, শেষমেশ বস্তা দিয়ে নিজের পোশাক বানানো। আবার অনেকে এটির জন্য তাঁকে কার্টুনও বলেছেন।
View this post on Instagram
তবে অভিনেত্রী চেনা ছকের বাইরে বেরিয়ে এসে একটু অন্যরকমভাবে সাজতে চেয়েছেন। প্রত্যেকবারের মত এবার ও অন্যরকম এক্সপেরিমেন্ট করেন পোশাক নিয়ে। তবে তাঁকে নিয়ে যে সমস্ত নেগেটিভ মন্তব্য করা হচ্ছে সেই বিষয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। চলতি ফ্যাশন (Fashion) এর ধারণাকে ভেঙে চুরে খানখান করে দিয়ে নিজের মত এগিয়ে চলতে চান এই অভিনেত্রী।