
উরফি জাভেদ (Urfi Javed) বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী তথা মডেল। অভিনয়ে সেভাবে নাম করতে না পারলেও বিতর্কের মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। ‘বিগ বস ওটিটির’ মঞ্চ তাঁকে নতুনভাবে জনসাধারণের কাছে পরিচিতি দিয়েছে। বিতর্ক আর উরফি সমান্তরালভাবে চলে। বিভিন্ন রকমের উদ্ভট পোশাক পরে মিডিয়ার সামনে তিনি মাঝেমধ্যেই চলে আসেন। তার ফলে তুমুল সমালোচনার শিকার হন তিনি। এককথায় বলতে গেলে এই সমস্ত নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে তিনি জনসাধারণের মধ্যে আরও পরিচিতি পেতে চান। তাই কাউকে তোয়াক্কা না করে একের পর এক খোলামেলা এবং উদ্ভট পোশাক পরে তিনি মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন। তবে সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি নাচের রিলভিডিও (Dance Video) শেয়ার করেছেন, যেখানে তিনি নিন্দিত না হয়ে যথেষ্ট প্রশংসা পেয়েছেন।
সোশ্যাল মিডিয়াতে উরফি যথেষ্ট সক্রিয় থাকেন। বিতর্কের জন্যই হোক আর অন্য কারণেই হোক না কেন ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো। তাই নিত্যদিনই নতুন লুকের ছবি তিনি তাঁর পেজ থেকে শেয়ার করেন।সম্প্রতি গাঢ় নীল রঙের একটি ব্যাকলেস পোশাকে অভিনেত্রীকে একটি রিল ভিডিও শেয়ার করতে দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে তিনি শাম্মী কাপুরের জনপ্রিয় হিন্দি গান ‘ও হাসিনা জুলফোওয়ালী জানে যাঁহা’ গানের সাথে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। অভিনেত্রী এই দিন যে ওয়েস্টার্ন পোশাক পরেছেন তাতে যথারীতি তাঁর শরীরের বেশিরভাগ অংশই উন্মুক্ত ছিল, যা দেখে রীতিমতো নেটিজেনরা আলোচনা করতে শুরু করে দিয়েছেন।
তবে অন্য সময়ে উরফি নিজের কার্যকলাপের জন্য যতই বিতর্কিত সমালোচিত হন না কেন, এই দিন রিল ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন। গাঢ় নীল রঙের পোশাকে উরফিকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল এবং তাঁর নাচও যথেষ্ট ভাল ছিল। এক কথায় বলতে গেলে অভিনেত্রীর এই রিল ভিডিও নেটিজেনদের খুবই মনে ধরেছে। ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল (Viral) হয়েছে। উরফির অজস্র অনুরাগী ইতিমধ্যে প্রশংসা করেছেন তাঁর এই নাচের ভিডিও দেখে।
View this post on Instagram
ব্যক্তিগতভাবে অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন মিডিয়াতে নিজের জনপ্রিয়তা কিভাবে টিকিয়ে রাখতে হয়। তাই তিনি অত্যন্ত সুকৌশলে এই নেটমাধ্যমকে কাজে লাগিয়ে তিনি তাঁর অনুরাগীদের সাথে সংযোগ রেখে চলেন। মিডিয়াতে লাইমলাইটে থাকার জন্য তিনি সবসময় কিছু না কিছু কার্যকলাপ করে চলেন। তবে মিডিয়াতে তাঁকে নিয়ে কে কি বলল বা কে কি ভাবল এই নিয়ে একদমই মাথা ঘামাতে চান না তিনি। তবে সমস্ত রকম নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে বর্তমান সময়ে নেটিজেনদের কাছে অন্যতম সেনসেশন হলেন উরফি জাভেদ।