
- উরফি জাভেদের ( Urfi Javed) বোল্ড লুকে ফের ঘায়েল নেটদুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর যে ছবি ভাইরাল হয়েছে তাতে অনেক পুরুষের হৃদয়ে ঝড় উঠেছে তাতে সন্দেহ নেই।
View this post on Instagram
সোনালী রঙের স্কার্ট আর ব্র্যালেট পরিহিতা উরফিকে দেখে মুগ্ধ নেটিজেনরা। স্কার্টটির বিশেষত্ব হলো এর এক প্রান্ত খোলা এবং দড়ি দিয়ে বাঁধা। ছবি আপলোড করার পরে ক্যাপশনে দিয়েছেন যে মাত্র এক ঘন্টায় এই পোশাকটি বানানো হয়েছে। আর এর জন্য নিজের ফ্যাশন ডিজাইনারকে ক্রেডিট দিতে ভোলেননি। সোশ্যাল মিডিয়ায় বেশিভাগ সময় ট্রোলের স্বীকার হলেও সেসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন সবসময়। নিজের মতো করে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরী করতে বিশ্বাসী তিনি। আর সব পোশাকেই তাঁকে আত্মবিশ্বাসী লেগেছে। সে সেফটিপিন দিয়ে তৈরী হোক কিংবা নিজের ফটো দিয়ে তৈরী পোশাকই হোক। সব পোশাকেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজস্ব উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন।
View this post on Instagram
তাঁর উপস্থিতি সবসময় কোনো না কোনো বির্তকের জন্ম দেয়। কিন্তু তা নিয়ে তাঁর যে কোনো মাথা ব্যাথা নেই এইসব ছবি তার প্রমান। নিজের ফ্যাশন ডিজাইনারের সাথে নিত্যনতুন পোশাক তৈরী করে নেটদুনিয়ায় সাহসিকতার পরিচয় দেওয়াই তাঁর যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এর আগে বিগ বস ওটিটির (Bigg Boss OTT) প্রথম সিজনে তিনি অংশ নিয়েছিলেন। বর্তমানে কোনো সিরিয়াল কিংবা রিয়েলিটি শোতে তাঁকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। ভালো কাজ করে মানুষের মন জয় করা তাঁর প্রধান উদ্দেশ্য বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে যতদিন না সেইরকম কোনো কাজ পাচ্ছেন ততদিন এইভাবেই সোশ্যাল মিডিয়াতে লাইমলাইটে থাকার চেষ্টা করেছেন তিনি।