রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে বরুণ ধাওয়ানের স্ত্রী, রইল ছবি

বলিউডের (Bollywood) বড় বড় সেলিব্রেটিদের নিয়ে জনসাধারণের মনে কৌতূহলের শেষ নেই। গোটা দেশে ছড়িয়ে রয়েছে তারকাদের অজস্র ফ্যান ফলোয়ার্স। তারকাদের এসমস্ত অনুরাগীরা তাঁদের অভিনয় জগতের সাথে সাথে ব্যক্তিগত জীবনের ব্যাপারেও জানতে খুবই আগ্রহ বোধ করেন। তাই সোশ্যাল মিডিয়াতে নিত্যদিনই তারকারা চর্চার বিষয় হয়ে ওঠেন। এমনই এক চর্চিত এবং জনপ্রিয় অভিনেতা হলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। নিজের যোগ্যতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। তবে আজকের এই প্রতিবেদনে অভিনেতার ব্যাপারে না জেনে জানব তাঁর গ্ল্যামারাস স্ত্রীর সম্পর্কে।
২০২১ সালে অজস্র তরুণী অনুরাগীদের হৃদয় ভেঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই অভিনেতা। যাঁরা এখনো পর্যন্ত সত্যিকারের প্রেমে বিশ্বাস করেন না,তাঁদের কাছে একমাত্র আইডল হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। নিজের ছোটবেলার বান্ধবী অর্থাৎ প্রেমিকাকে তিনি বিবাহ করেছেন। বলিউডের ঝকমকে আলোতে হারিয়ে ফেলেননি তাঁর পুরনো প্রেমকে। তাঁদের বিয়ের সময় থেকেই এই মিষ্টি জুটির প্রেম কাহিনী জনসাধারণের মনে ধরেছিল। নিজের পুরনো প্রেমকে সর্বসমক্ষে স্বীকৃতি দিয়ে অত্যন্ত জাঁকজমকভাবেই বিবাহ সারেন এই অভিনেতা। বিয়ের প্রত্যেকটি আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল।
বলিউডের প্রথম সারির অভিনেতা বরুণ ধাওয়ান এখন ও অব্দি যতগুলো ছবিতে কাজ করেছেন তার প্রত্যেকটি হিট। এহেন একজন বিখ্যাত অভিনেতা কেরিয়ার লাইফের সাফল্যের পিছনে তাঁর পরিবার, বন্ধু এবং স্ত্রীকে সবসময় সম্মান দিয়েছেন। প্রসঙ্গত তাঁর স্ত্রীর নাম নাতাশা দালাল (Natasha Dalal)। ছোটবেলায় একই সাথে তাঁরা স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীকালে দীর্ঘ সময় একে অপরের সাথে ডেট করেছেন। জীবনের দীর্ঘ চড়াই-উতরাইয়ের পথ পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি।
তবে এইরকম একজন সুপারস্টারের স্ত্রী হওয়া সত্বেও নাতাশা বলিউডের লাইমলাইটে খুব একটা আসেন না। এককথায় বলতে গেলে গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে তাঁর সেরকম ভাবে কোন যোগাযোগই নেই। অত্যন্ত কম বয়সেই সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। তবে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীকে সৌন্দর্য হারিয়ে দিতে পারেন বরুণ ধাওয়ানের ঘরণী নাতাশা। অত্যন্ত সুন্দরী তিনি। তাঁর সৌন্দর্যে ফিকে হয়ে যেতে পারেন বলিউডের সুন্দরী অভিনেত্রীরা। তবে অত্যন্ত সুন্দরী হওয়া সত্বেও সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নন তিনি।