সালমন খানের বাড়ির পুত্রবধূ হয়েছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা? ভাইরাল হওয়া খবরের সত্যতা জেনে নিন

ভাইজান সালমান খানের (Salman Khan) পুত্রবধূ হলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা (Sonakshi Sinha)। সোনাক্ষির বাগদানের পরে সোশ্যাল মিডিয়ায় এইরকমই গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল দাবাং (Dabangg) নায়িকা সোনাক্ষীর একটি ছবি। কারণ ভাইরাল এই ছবিতে অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছিল বাগদানের আংটি। ছবি দেখে নেটিজেনদের একাংশ মন্তব্য করেছিলেন যে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন সোনাক্ষি। তাও আবার দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের (Zaheer Iqbal) সাথে। বহুদিন ধরে এই অভিনেতার সাথে গোপন সম্পর্কে রয়েছেন সোনাক্ষি। সম্পর্কে এই অভিনেতা ভাইজানের ছেলে নন। কিন্তু সালমান তাঁকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। কারণ অভিনেতার বাবার সাথে সুসম্পর্ক রয়েছে সালমানের । সেইসূত্রেই অভিনেত্রী সালমান খানের পুত্রবধূ । তবে কেউই অফিসিয়ালি কিছু ঘোষণা করেননি। তাই সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। বাগদানের আংটি ছাড়াও বেনারসি এবং সিঁথিতে সিঁদুর দেওয়া সোনাক্ষির নববধূর সাজও বেশ ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে । নবপরিণীতা সোনাক্ষির সাথে সালমান খানকেও একই ফ্রেমে দেখতে পাওয়া গিয়েছিল । তবে আসল খবর প্রকাশ্যে আসার পরে অনেকেই বেশ চমকিত হয়েছেন।
সালমান খানের সাথে ‘দাবাং’ (Dabangg) সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী সোনাক্ষি । শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মেয়ে হিসেবে পরিচিতির পাশাপাশি নিজের অভিনয় দক্ষতার জেরে বলিউডে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি । সালমানের সাথে তাঁর সুসম্পর্কের কথা সবাই জানে। এইবারে এই খবর সত্যি হলে নিঃসন্দেহে সেই সম্পর্ক আরো গভীর হবে সেটা বলাই বাহুল্য।