বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল, মন খারাপ ভক্তদের

বাংলার প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলিতে নতুন এবং পুরোনো সিরিয়ালগুলির ভিড়ে মেতে থাকেন বাংলার আপামর দর্শকেরা। তবে মাঝেমধ্যেই পুরোনো ধারাবাহিকগুলি শেষ হয়ে যায় নতুন ধারাবাহিকগুলিকে জায়গা দিতে। হয়তো কালের এটাই নিয়ম। তবে যখন কোন প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই দর্শকদের মন খারাপ হয়ে যায়। ঠিক এমনটাই হতে চলেছে স্টার জলসায় (Star Jalsha)। শোনা যাচ্ছে এক পুরোনো জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে গিয়ে তার জায়গায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। আর তার জন্যই স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে গেছে দর্শকদের। সম্প্রতি স্টার জলসাতে ‘বৌমা একঘর’ এবং ‘গোধূলি আলাপ’ এই দুই নতুন ধারাবাহিক চালু হয়ে গেছে। আর খুব শীঘ্রই আসতে চলেছে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকটি। ইতিমধ্যেই এই নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফ থেকে।
তবে নতুন ধারাবাহিকগুলি রমরমিয়ে চললেও শোনা যাচ্ছে ‘গ্রামের রাণী বীণাপাণি’ (Gramer Rani Binapani) এই ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আর তার জন্যই বীণাপাণি প্রেমীদের মন খারাপ হয়ে গেছে। প্রায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রাত সাড়ে দশটায় স্টার জলসায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। টিআরপি তালিকাতে সেভাবে নম্বর না পেলেও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে এই ধারাবাহিকটি। তবে এরপর থেকে আর রাত্রে বেলায় টিভির পর্দায় দেখা যাবে না বীণাপাণিকে।
আসলে বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকটি টিআরপিতে সে ভাবে নম্বর করতে পারছে না। আর তার জন্য বেশ কিছুদিন আগেই ধারাবাহিকটির স্লট চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কিন্তু তাহলেও সে ভাবে নিজের জায়গা ধরে রাখতে পারছিল না সিরিয়ালটি। আর তাই হয়তো পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিকটির অন্তিম দিন ঘোষণা করে দেওয়ার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচার হয়ে গেছে। অনেক নেটিজেন বলেছেন, জনপ্রিয় ধারাবাহিকগুলো শেষ হয়ে যাচ্ছে কিন্তু ‘গঙ্গারাম’ এখনো চলছে। তাই এই ‘গঙ্গারাম’ ধারাবাহিকটিকেও বন্ধ করার দাবি তুলেছেন দর্শকেরা।
শোনা গেছে শুক্রবার রাত সাড়ে দশটায় ‘গ্রামের রাণী বীণাপাণি’ ধারাবাহিকটির অন্তিম পর্ব সম্প্রসারিত করা হবে। চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যে এই খবর প্রকাশিত করা হয়েছে। এছাড়া দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে শেষ পর্বে যেন দর্শকেরা পাশে থাকেন টিমের সাথে। কারন দর্শকদের ভালবাসা ছাড়া এতটা পথ চলা যেত না। প্রসঙ্গত এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা হানি বাফনা এবং অভিনেত্রী আনমেরি টমকে।