নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি মালদ্বীপ থেকে ভাইরাল হয়েছে বঙ্গকন্যা সুস্মিতা সেনের (Sushmita Sen) ছবি। এই বয়সেও তাঁর ছবি নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
View this post on Instagram
ভাইরাল ছবিতে সুস্মিতার পরনে ছিল কালো রঙের মনোকিনি। এই পোশাকে সুইমিং পুলের ধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। মাথায় হ্যাট এবং সানগ্লাস পরিহিতা সুস্মিতা নজর কেড়েছেন অনুরাগীদের। মালদ্বীপে সুস্মিতার সাথে ছুটি কাটাচ্ছেন দুই মেয়ে রেনে এবং আলিশা। সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় না থাকলেও মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সেইখানে। এখনো তাঁর জনপ্রিয়তা ম্লান হয়নি। সেকারণেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সুইম স্যুট পরিহিতা সুস্মিতা হট অবতারের ছবি।
View this post on Instagram
১৯৯৪ বিশ্বসুন্দরীর (Miss Universe ) খেতাব জিতেছিলেন সুস্মিতা। এর আগে মাত্র ১৮ বছর বয়সে তাঁর মাথায় উঠেছিল ফেমিনা মিস ইন্ডিয়ার (Femina Miss India) খেতাবও। বলিউডেও বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। বিবি নম্বর ১ (Biwi No.1), সির্ফ তুম (Sirf Tum) এবং ফিলহাল (Filhaal) ছবিগুলির জন্য ফ্লিমফেয়ার বেস্ট সাপোর্টিং এক্ট্রেসের নোমিনেশন পেয়েছিলেন সুস্মিতা। বেশ কিছুদিন সিনেমার জগৎ থেকে দূরে ছিলেন। দুই বছর আগে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল ওটিটি প্লাটফর্মে। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ডিসনি হটস্টারে আরিয়া (Aarya) নামে এক থ্রিলার সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই সিরিজে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন বেস্ট এক্টরের তকমা। পেশাদার জীবনে ধীরে ধীরে নিজের জায়গা আবার করে ফিরে পেলেও ব্যক্তিগত জীবনে এখনো একাই রয়ে গিয়েছেন অভিনেত্রী। নিজের থেকে বয়সে ছোট রহমান শলের (Rohman Shawl) সাথে বেশ কিছু বছর সম্পর্কে ছিলেন। কিন্তু কিছুদিন আগেই অজ্ঞাত কারণে দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বর্তমানে দুই মেয়েকে নিয়ে সুখেই রয়েছেন সুস্মিতা। তাঁর ভাইরাল ছবিগুলি সেইদিকেই ইঙ্গিত দিচ্ছে।