নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) কয়েক বছরের মধ্যেই বলিউডে (Bolkywood) নিজের স্থানটি অত্যন্ত স্বতন্ত্র করে তুলেছেন। ইতিমধ্যেই তাঁর অভিনয় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে। তাই বর্তমান প্রজন্মের কাছে জাহ্নবী কাপুর নামটা অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। বলিউড ইন্ডাস্ট্রির সেন্সেশন তিনি। বি-টাউনে তাঁকে নিয়ে বিভিন্ন রকমের চর্চা চলতেই থাকে। নিজের ব্যক্তিগত জীবন থেকে স্টাইলিং এবং অভিনয় সবকিছুর জন্যই তিনি নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসেন। তবে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকমের বোল্ড ফটোশুটে অভিনেত্রীকে দেখা যায়। আর অভিনেত্রীর সেই সমস্ত হট ছবি দেখে রীতিমতো বোল্ড আউট হয়ে যান নেটিজেনরা।সাম্প্রতিককালে অভিনেত্রীর সেরকমই একটি হট বোল্ড ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো ঘুম উড়েছে নেটবাসীদের।
এমনিতেই অভিনেত্রী নিজের সোশ্যাল সাইটগুলিতে ভীষণভাবে অ্যাক্টিভ। তাঁর নিজস্ব ইনস্টাপেজ থেকে অভিনেত্রীকে মাঝেমধ্যেই বিভিন্ন রকমের ছবি এবং রিল ভিডিও,এমনকি তাঁর আসন্ন ছবির বিভিন্ন রকমের ঝলক সবকিছুই তিনি শেয়ার করেন। সম্প্রতি তিনি এমনই একটি পোস্ট শেয়ার করে নেটিজেনদের মন উত্তাল করে তুলেছেন। সম্প্রতি অভিনেত্রী একটি অফ-শোল্ডার ব্যাকলেস চেরি রঙের পোশাকের ছবি শেয়ার করেছেন। সাইড স্লিটেড ডিপনেক এই ড্রেসে অভিনেত্রীকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছিল। খোলা চুল এবং মানানসই মেকআপে অভিনেত্রী ক্যামেরার দিকে তাকিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন।
এমনিতেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স প্রায় গগনচুম্বী। তিনি যেকোনো ছবি শেয়ার করার সাথে সাথেই তা লক্ষ্য লক্ষ্য ভিউ পেয়ে যায়। সম্প্রতি তাঁর শেয়ার করাএই চেরি রঙের ড্রেসের ছবিটি প্রায় ৩ লাখ ৭৪ হাজার ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র মানুষ তার কমেন্ট বক্সে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। আপাতত নেটদুনিয়ায় তোলপাড় করে বেড়াচ্ছে অভিনেত্রীর এই পোস্ট।