Sourav Ganguly: নতুন জীবনে পা রাখতে চলেছেন সৌরভ গাঙ্গুলী, শুভেচ্ছা চাইলেন অনুরাগীদের

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আমাদের দেশ ভারতবর্ষের প্রথম সারির ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে অন্যতম। বর্তমানে জনপ্রিয় এই প্রাক্তন ক্রিকেটার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের (President) ভূমিকায় রয়েছেন। এর সাথেই তিনি জি বাংলার অন্যতম রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র (Dadagiri) সঞ্চালকের ভূমিকা দীর্ঘ কয়েক বছর ধরে পালন করে আসছেন। নানাবিধ কারণে সৌরভ মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি আবারও তেমনই একটি ঘটনা ঘটেছে।
বাস্তব জীবনের পাশাপাশি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নেটদুনিয়াতেও সমান জনপ্রিয়। প্রচুর মানুষ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়মিত ফলো করে থাকেন। সম্প্রতি সৌরভের নিজস্ব অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে করা একটি ট্যুইট নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তিনি নিজের ট্যুইটে কর্মজীবন অর্থাৎ ক্রিকেট জীবনের শুরুর কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি নতুন কিছু শুরু করতে চলেছেন এবং তার জন্য তিনি সকলের কাছে সমর্থন চেয়েছেন।
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
ট্যুইটারে আজ অর্থাৎ ১ জুন সৌরভ গাঙ্গুলী লিখেছেন, “৩০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ১৯৯২ সাল থেকে ক্রিকেট খেলছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই যাত্রার সদস্য ছিলেন। আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের সাহায্যেই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যাতে মানুষের উপকার হয়। আশা করি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সময়ে সবার সমর্থন পাব।” তাঁর এই ট্যুইটের পর জল্পনা শুরু হয় যে তিনি হয়তো বিসিসিআইয়ের (BCCI) সভাপতির পদ থেকে ইস্তফা গ্রহণ করতে চলেছেন। তবে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সৌরভ মোটেও এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। বর্তমানে নেটিজেনরা সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) এই ট্যুইটের কারণ জানার জন্য ভীষণ উৎসুক হয়ে রয়েছেন।
Sourav Ganguly has not resigned as the president of BCCI: Jay Shah, BCCI Secretary to ANI pic.twitter.com/C2O3r550aL
— ANI (@ANI) June 1, 2022