
রিহার্সাল ছাড়াই দুর্দান্ত নেচে দাদাগিরির মঞ্চ মাতিয়ে দিলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদাগিরি আনলিমিটেডের মঞ্চে স্ত্রী ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) সাথে পা মেলাতে দেখা যাবে দাদাকে।
৫ই জুন দাদাগিরি আনলিমিটেড (Dadagiri Unlimited) সিজন ৯-এর গ্র্যান্ড ফাইনালে। টেলি পর্দার একাধিক তারকাকে সেদিন মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাবে। যাদের মধ্যে অন্যতম হলেন ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ডোনা গাঙ্গুলি। ডোনা একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। এর আগের সিজনে তাঁকে প্রতিযোগী হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু দাদা এবং ডোনার একসাথে নাচ দেখার সৌভাগ্য হয়নি দর্শকদের। এইবারে দেখতে পাওয়া যাবে সেই দৃশ্য। এই সিজনের সব চেয়ে বড়ো প্রাপ্তি নিঃসন্দেহে দাদার এই নতুন অবতার। সঞ্চালনার সাথে সাথে অবলীলায় পা মিলিয়েছেন একাধিক নায়িকার সাথে। সেই মেজাজে ধরা দেবেন গ্র্যান্ড ফিনালেতেও। কোনো রিহার্সাল ছাড়াই নৃত্যশিল্পী স্ত্রীয়ের সাথে দুর্দান্ত নাচলেন দাদা। কথা প্রসঙ্গে রিহার্সালের কথা উঠলে দাদা নাকি বলেছিলেন যে তিনি রিহার্সাল ছাড়াই নাচের মঞ্চ ফাটিয়ে দেবেন। স্ত্রীকে সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনিও জানান দাদা ফাটাফাটি নেচেছে।
View this post on Instagram
গ্রান্ড ফিনালের উত্তেজনার মধ্যে গাঙ্গুলি দম্পতির এই মাখো মাখো রসায়ন এক অন্যমাত্রা যোগ করবে সমগ্র এপিসোডে তাতে সন্দেহ নেই। শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্ত দাদাকে শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) সিনেমার ‘আঁখো মে তেরি’ (Aankhon Mein Teri) গানে নাচতে দেখা যাবে। দাদাগিরির গ্র্যান্ড ফাইনালের প্রোমো দেখেই দর্শক আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে রবিবারের জন্য। কোন জেলার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের শিরোপা আর কেমন লাগলো সৌরভের নাচ তা জানতে হলে অবশ্যই পর্দায় চোখ রাখতে হবে।