
‘দাদাগিরি’ (Dadagiri) হলো বাংলা টেলিভিশন চ্যানেলের একটি জনপ্রিয় non-fiction রিয়ালিটি শো। ইতিমধ্যে এই শোটি যথেষ্ট সাফল্য পেয়েছে। বাংলার দাদা তথা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সঞ্চালনায় দাদাগিরি এক অন্য মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি কদিন ধরেই শোনা যাচ্ছিল দাদাগিরি নবম সিজন শেষ হতে চলল। কিন্তু কবে শেষ হবে এবং ফাইনাল এপিসোড কবে টেলিকাস্ট হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এসমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে ৫ জুন রবিবার রাত ৮টা থেকে ‘দাদাগিরি সিজন নাইন’ (Dadagiri Season 9) ফাইনাল এপিসোড টেলিকাস্ট করা হবে। স্বাভাবিকভাবেই দাদাগিরির শেষ হওয়ার খবরে মন খারাপ দাদাগিরি এবং সৌরভ প্রেমীদের।
২০২১ সালের ২৫ শে সেপ্টেম্বর শুরু হয়েছিল দাদাগিরির নবম সিজিন। সেই থেকে ফাইনাল এপিসোড পর্যন্ত মোট ৭২টি পর্ব দেখানো হয়েছে এই রিয়েলিটি শোয়ে। এই সিজনে ট্যাগ লাইন ছিল ‘হাত বাড়ালেই বন্ধু হয়’। সম্প্রতি এতগুলি পর্ব পেরিয়ে আসার পর স্বাভাবিকভাবেই দর্শকদের চোখ কোন জেলার মাথায় ওঠে শ্রেষ্ঠত্বের মুকুট। আর তার জন্যই ৫ই জুন রবিবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি নেমে পড়বে সম্মুখ সমরে। এইবারের ‘দাদাগিরি সিজন নাইন’ এর ফাইনালে খেলতে চলেছেন দক্ষিণ ২৪পরগনা ,কলকাতা, বাঁকুড়া, বীরভূম ,দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান। সর্বমোট ৬টি জেলাকে খেলতে দেখা যাবে ফাইনাল এপিসোডে। বিগত আট মাস ধরে সিজন নাইন দর্শকদের চুটিয়ে বিনোদন উপহার দিয়ে গেছে।
স্বাভাবিকভাবেই দাদাগিরি (Dadagiri Final) এইবারকার সিজন শেষ হয়ে যাবার খবরে দর্শকদের মন খারাপ হলেও, ফাইনাল এপিসোডে থাকছে দেদার চমক। এই প্রথমবার মঞ্চে শাহরুখ খানের গানের উপর নাচতে দেখা যাবে সস্ত্রীক সৌরভ গাঙ্গুলী কে। এছাড়া প্রসেনজিৎ, দিতিপ্রিয়া, টেলিভিশনের জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুন্ডু ছাড়াও আরো অনেকে উপস্থিত থাকছেন গ্রান্ড ফাইনাল এপিসোডে।