চাকরি ছেড়ে সিরিয়ালে অভিনয়, শুটিং ফ্লোরে চরম অপমানিত হতে হয় ‘মিঠাই’ খ্যাত সৌরভকে

Sourav Chatterjee বাংলা টেলিভিশনের দুনিয়ায় সৌরভ চ্যাটার্জী অত্যন্ত সুপরিচিত এক অভিনেতা। নিজের প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে তিনি খুব সহজেই দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-তে (Mithai) কাজ করছেন। এই ধারাবাহিক পশ্চিমবঙ্গের সমস্ত ধারাবাহিকের মধ্যে অন্যতম স্থানে রয়েছে। এই ধারাবাহিকে সৌরভ মোদক বাড়ির বড়ো জামাই অর্থাৎ নন্দার স্বামী রাজীবের ভূমিকায় অভিনয় করছেন। বিভিন্ন পরিস্থিতিতে সকলকে হাসাতে ও গোটা বাড়ি মাতিয়ে রাখতে রাজীবের জুড়ি ফেলা ভার।
বাস্তব জীবনেও নাকি অভিনেতা সৌরভ অনেকটাই এইরকম, তাঁর সহ অভিনেতা ও অভিনেত্রীরা বারেবারেই সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে সৌরভ সরকারি চাকরি ছেড়ে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। তিনি একসময় নিজেই জানিয়েছিলেন তিনি ছোট থেকেই অভিনয়কেই যে নিজের পেশা হিসেবে গ্রহণ করবেন এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সৌরভ নিজের অভিনয় জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন সরকারি চাকরি ছেড়ে অভিনয়ের জগতে প্রবেশ করায় তাঁর মা বেশ মনঃক্ষুন্ন হয়েছিলেন।
প্রথম ধারাবাহিকেই তিনি জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জীর সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু দ্বিতীয় ধারাবাহিকে কাজ করার সময় সৌরভ বেশ অসম্মানিত হয়েছিলেন। ইন্ড্রাস্টিতে নতুন হওয়ায় ধারাবাহিকের নির্মাতারা তাঁর সাথে অন্যান্য কলাকুশলীদের থেকে আলাদাভাবে ব্যবহার করেছিলেন। তাঁকে অন্যদের মতো ঘরে খাবার দেওয়া হয়নি, বলা হয়েছিল খেতে হলে নিজে ক্যান্টিনে গিয়েই খেতে হবে। এই বিষয়টিতে স্বাভাবিকভাবেই সৌরভ বেশ আঘাত পেয়েছিলেন এবং তাঁর মনে হয়েছিল ইন্ড্রাস্টিতে তিনি যথাযথ সম্মান পাচ্ছেন না। এখন অবশ্য সেইসব ব্যাপার আর নেই, দীর্ঘ ১৪ বছরের কর্মজীবনের পর সৌরভ চ্যাটার্জী (Sourav Chatterjee) পর্দায় নিজের স্থান পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা করে নিয়েছেন।