
‘মিঠাই’ (Mithai) হলো বাংলা টেলিভিশনের পর্দায় সবথেকে চর্চিত ধারাবাহিক। এই ধারাবাহিকটি দর্শকদের এতটাই মজিয়ে রেখেছেন যে এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র সিদ্ধার্থ এবং মিঠাই বাংলার দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছেন। তবে সম্প্রতি এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়রত সৌমিতৃষা (Soumitrisha Kundu) এবং আদৃত রায় (Adrit Roy) কে নিয়ে কানাঘুষা জল্পনা শুরু হয়েছে। অনেকের মুখে মুখেই নাকি ঘুরছে রিয়েল লাইফে এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে মনকষাকষি চলছে। আর এই জল্পনা উস্কে দিয়ে সম্প্রতি অভিনেতা আদৃত রায়ের জন্মদিনে একটি শুভেচ্ছা বার্তা পর্যন্ত ও পাঠাননি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এছাড়াও আদৃতর জন্মদিনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা অভিনেতার জন্মদিনের কেক গোমরা মুখে খাচ্ছেন।
এই সমস্ত দেখে স্বাভাবিকভাবেই মিঠাই ভক্তদের মনে হাজার প্রশ্ন উঠে এসেছে। অনেকেই বলছেন তাহলে কি শুধুমাত্র শুটের প্রয়োজনে একে অপরের সাথে কথা বলছেন, বাকি সময় কি সত্যি সত্যিই তাদের মধ্যে কথা বন্ধ! কি এমন হলো যার জন্য কো স্টারের সাথে এরকম মনকষাকষি চলছে। তবে এই নিয়ে প্রশ্ন করলে স্বাভাবিকভাবেই ভক্তদের দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা। এইদিন অভিনেত্রী বলেন ‘যদি কথা বন্ধই থাকে তাহলেও আপনাদের সিনে কি কোন সমস্যা হচ্ছে?’ অভিনেত্রী আরও বলেন ‘প্রত্যেকেরই কাজের জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পূর্ণ দুটি আলাদা’। অভিনেত্রীর মতে ব্যক্তিগত জীবনে কোন সমস্যা হলে তার প্রভাব ক্যারিয়ার লাইফে না ফেলাই ভালো।
তবে সোশ্যাল মিডিয়াতে মিঠাইএর মন খারাপ এই খবরটি অতি দ্রুত ছড়িয়ে পড়লেও, অভিনেত্রী নিজে কিন্তু এই সমস্ত ভুয়ো খবরে কান দিতে চাননা। অভিনেত্রী জানিয়েছেন ‘আমি সবসময়ই খুব হাসি। তাই এখন মুখটা অন্যরকম করে বসে থাকলেই সবাই এসে প্রশ্ন করে আমার কি মন খারাপ। তবে সেটেতে মন খারাপ করার কোন অবকাশই নেই। আমরা সবাই একসাথে ভালো সম্পর্ক নিয়ে চলি’। এর সাথে অভিনেত্রী সহ-অভিনেতা আদৃত প্রসঙ্গে বলেন ‘ও আমার থেকে বয়সে অনেকটা বড়। কিন্তু তা হলেও আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক। একে অপরের পিছনে খুনসুটি করি। আশা করছি এই টপিকটা এবার বন্ধ হবে। সিনে মিঠাই এবং সিডের (Sid-Mithai) সম্পর্ক মধ্যে দূরত্ব বাড়লেও আমাদের ব্যক্তিগত জীবনে বন্ধুত্ব অটুট রয়েছে’।
আপাতত বিভিন্ন মহলে নায়ক নায়িকাকে নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন উঠলেও অভিনেত্রী এ সমস্ত কিছু উড়িয়ে দিতে চাইছেন। ব্যক্তিগত জীবনে তিনি এরকম হাসিখুশি। মিঠাই ধারাবাহিকের চরিত্রতেও তারই প্রতিফলন দেখা গেছে। তিনি ঝগরা মান-অভিমানের উপর খুব একটা নির্ভর করতে চান না। তাইতো এই দিন তিনি সাক্ষাৎকারে বলেন ‘আদৃত আমার খুব ভালো বন্ধু। ঝগড়া হলে মান-অভিমান তো হবেই। কিন্তু তার মানে এমন নয় যে কথা হবে না,ঝগড়া তো মিটে যাবেই’।