দুধসাদা পোশাকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, বাঙালি অভিনেত্রী সোহিনীর হটনেসে কুপোকাত নেটিজেনরা

সোহিনী সরকার (Sohini Sarkar) বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। তিনি ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনে নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন। ২০০৬ সালে জি বাংলার ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এরপরে ২০০৮ সালে তাঁকে জি বাংলার ‘রাজপথ’ ও ২০০৯ সালে স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকেও দেখা যায়। সোহিনী ২০১১ সালে স্টার জলসার ‘অদ্বিতীয়া’ ধারাবাহিক থেকেই মূলত জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৩ সালে সোহিনী ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড়ো পর্দায় নিজের কেরিয়ার শুরু করেন। একই সালে তিনি অন্য ধারার সিনেমা ‘ফড়িং’-এও কাজ করেন। এরপর আর অভিনেত্রীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত সিনেমায় দারুণ দারুণ চরিত্র উপহার দিয়ে তিনি দর্শকমহলে ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্তভাবে তৈরি করে নিয়েছেন। তাঁর ঝুলিতে ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘মণিহারা’, ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘সিনেমাওয়ালা’, ‘ব্যোমকেশ পর্ব’, ‘বিবাহ ডায়েরিজ’, ‘দুর্গা সহায়’, ‘ক্রিসক্রস’, ‘ভিঞ্চি দা’, ‘বিবাহ অভিযান’ প্রভৃতি উল্লেখযোগ্য সিনেমা রয়েছে। এছাড়াও, সোহিনী একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন, যার মধ্যে ‘মন্দার’ ও ‘শ্রীকান্ত’ সর্বাধিক জনপ্রিয় হয়েছে।
<
পর্দা ছাড়া নেটদুনিয়াতেও সোহিনী ভীষণ জনপ্রিয়। তিনি নিয়মিত নিত্যনতুন লুকে ও চোখধাঁধানো স্টাইলে নিজের ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি সোহিনীর এক বোল্ড লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এই ছবিতে তিনি সাদা ব্রালেট-কর্সেট টপের ওপর রঙিন ফেস-প্রিন্টেড জ্যাকেট ও প্যান্ট এবং পায়ে হলুদ হিলতোলা স্টিলেটো পরে ক্যামেরার দিকে ঘায়েল করা দৃষ্টিতে তাকিয়ে পোজ দিয়েছেন। কানে মানানসই বড়ো দুল, এলোমেলো পনিটেল ও হালকা মেকআপ ও ন্যুড শেডের লিপস্টিকে তাঁকে দুর্দান্ত দেখিয়েছে। ফ্রন্ট ওপেন জ্যাকেটের ফাঁক দিয়ে তাঁর স্পষ্ট সুগভীর বক্ষবিভাজিকা নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ক্যাপশনে সোহিনী লাল-কমলা-হলুদ-সবুজ হার্ট দিয়ে লিখেছেন,'Faces & places to be'।