
বর্তমানে ভারতীয় বিনোদন জগত আর শুধুমাত্র বড়ো পর্দা অর্থাৎ সিনেমার গন্ডিতে আটকে নেই। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে হামেশাই নিত্যনতুন ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে। বিনোদনের জগতে ওয়েব সিরিজ যেন এক নতুন দুনিয়া সৃষ্টি করেছে। এইসব ওয়েব সিরিজের চিত্রনাট্যে নানা কাহিনীর সম্ভার দেখা যায়। এছাড়াও, কিছু ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য দেখানো হয় যা বড়পর্দায় সেন্সর বোর্ডের কারণে দেখানো সম্ভব নয়। ভারতে এমন কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে প্রায় প্রতিটি ওয়েব সিরিজই যৌন দৃশ্যে ভরপুর থাকে। দর্শকদের মধ্যে সেইসব ওয়েব সিরিজ দারুণ জনপ্রিয়তা লাভ করে থাকে।
এই ধরণের ওয়েব সিরিজে অভিনয় করে কয়েকজন অভিনেত্রী বেশ বিখ্যাত হয়ে উঠেছেন। বিভিন্ন সাহসী দৃশ্যে খোলামেলা পোশাকে পর্দায় উপস্থিত হয়ে তাঁরা পুরুষ দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। নিজেদের হটনেস ও সেক্সি লুকের মাধ্যমে তাঁরা বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এমন অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্নেহা পাল (Sneha Paul)। বাঙালি কন্যা স্নেহা দর্শকদের তাঁর আগুনে রূপের ঝলকে মোহিত করে রেখেছেন।
স্নেহা মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন। তাঁকে প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ‘হটস্টার’-এর ‘দ্য সিটি অ্যান্ড আ গার্ল’ ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় দেখা যায়। এরপর তিনি ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-র ‘চরম সুখ: দ্যা চাওয়াল হাউজ ২’ ওয়েব সিরিজে কাজ করেছেন। উল্লেখ্য ওয়েব সিরিজে স্নেহা বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গিয়েছে। স্নেহা অভিনীত ‘রেণু ভাবী’ চরিত্রটি দর্শকমহলে বেশ আলোড়নের সৃষ্টি করেছে।
পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও স্নেহা বেশ জনপ্রিয়। নিজস্ব অ্যাকাউন্টে তিনি হামেশাই খোলামেলা পোশাকে বোল্ড ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে স্নেহার অফিশিয়াল অ্যাকাউন্ট ২ লাখের বেশি মানুষ নিয়মিত ফলো করেন। তাঁর পোস্ট করা প্রায় প্রতিটি ছবি ও ভিডিওই অনেকসংখ্যক লাইক পেয়ে থাকে।