অমিতাভের সঙ্গে সাহসী দৃশ্যে অভিনয়ের পর সারারাত ঘুমোতে পারেননি স্মিতা প্যাটেল, ফাঁস হল গোপন তথ্য

মৃত্যুর বহু বছর পরে সামনে এলো অভিনেত্রী স্মিতা পাটিলের (Smita Patil) জীবনের এক অজানা অভিজ্ঞতার কাহিনী। ১৯৮২ সালে ‘নমক হালাল’ (Namak Halaal) সিনেমায় বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেত্রী স্মিতা। সেই সিনেমারই বিখ্যাত ‘আজ রাপাত জাইয়ে তো’ (Aaj Rapat Jaayen To) গানে বিগ বির সাথে অন্তরঙ্গ দৃশ্যে দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রীকে। পরবর্তীকালে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন এই গানটির শুটিংয়ের পরে সারারাত উত্তেজনায় ঘুমোতে পারেননি তিনি।
কারণ অমিতাভ বচ্চনের সাথে কাজ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা তাঁকে ঘুমোতে দেয়নি। এমনকি স্মিতার বোন মান্যা পাটিলও (Manya Patil) এই প্রসঙ্গে জানিয়েছিলেন এই ছবিতে বিগ বির সাথে বৃষ্টির মধ্যে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের পরে স্মিতা বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। বহু বছর ধরে বলিউডে সাফল্যের সাথে অভিনয় করছেন অমিতাভ। বয়স হলেও এখনো তাঁর খ্যাতি অমলিন। বিখ্যাত ব্যারিটোন কণ্ঠস্বরের সাথে তাঁর ব্যক্তিত্ব এখনো মানুষের মনে রোমাঞ্চের সঞ্চার করে।
বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) থেকে শুরু করে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অনেকেই বিগ বির সাথে কাজ করেছেন। তাঁর সাথে কাজ করার অনুভূতি যে কতটা আলাদা তা বারংবার উঠে এসেছে তাঁদের বিভিন্ন সাক্ষাৎকারে। এমনকি বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাও (Ayushmann Khurrana) জানিয়েছিলেন প্রথমবার অমিতাভের সাথে কাজ করার অভিজ্ঞতা। অনেক বছর ধরে বলিউডে অভিনয় করছেন আয়ুষ্মান। নিজের অভিনয় দক্ষতার জেরে বলিউডে আলাদা জায়গাও করে নিয়েছেন। এহেন অভিনেতাও প্রথমবার বিগ বির সাথে স্ক্রিন শেয়ার করার সময় প্রচন্ড নার্ভাস হয়ে পড়েছিলেন।