নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি ছেলে ভিয়ানকে (Viaan) নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাপারাৎজিতদের ক্যামেরায় বন্দি হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। তবে পরনের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
ভাইরাল ছবিতে শিল্পা পরেছিলেন গোল গলার কালো রঙের লং কুর্তি। কুর্তিটি লম্বায় অনেকটা বড়ো হলেও নেটিজেনদের মন হয়েছে এই কুর্তির সাথে কোনোরকম লেগিন্স পরেননি অভিনেত্রী।
শিল্পার টোনড ফিগারের সাথে কুর্তিটি ভালোভাবে ফিট করেছে। কিন্তু তা সত্ত্বেও নেটিজেনরা শুধুমাত্র কুর্তি পরে রাস্তায় বেরোনোর জন্য অভিনেত্রীকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।
তবে কোনো সমালোচনাকে তোয়াক্কা না করে ছেলেকে নিয়ে হাসিমুখে গাড়িতে উঠে পড়েন শিল্পা । নেটিজেনদের একাংশ এই ঘটনায় বিদ্রুপাত্মক মন্তব্য করলেও অনেকেই তাঁর পোশাকের প্রশংসাও করেছেন।
View this post on Instagram
বয়স বেড়ে গেলেও নিজের শরীরে এর ছাপ পড়তে দেননি অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভাসের কারণে এই বয়সেও তন্বী যুবতী তিনি। তবে সেলিব্রিটিদের পোশাক নিয়ে বির্তর্কের সম্মুখীন হওয়া নতুন কোনো ঘটনা নয়। মাঝেমধ্যেই নিজেদের পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন তাঁরা।
ফলস্বরূপ ট্রোলের সম্মুখীন হতে হয়। তবে এই ঘটনা বিনোদনের জগতের মানুষের কাছে সাধারণ ব্যাপার। সাধারণ মানুষ এইসব নিয়ে মাথা ঘামালেও সেলিব্রিটিদের তাতে কিছু যায় আসেনা। অনুরাগীরা তাঁদের পছন্দের সেলিব্রেরিটিদের স্টাইল স্টেটমেন্টকে অন্ধভাবে অনুসরণ করতে ভালোবাসেন।
তবে সময়বিশেষে সেলিব্রিটিদের পোশাক নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করতেও ছাড়েননা। সোশ্যাল মিডিয়ার দৌলতে সব রকমের ঘটনাই ভাইরাল হয়। আর বর্তমানে ছোট পর্দার দৌলতে শিল্পা নতুন করে জনপ্রিয় হয়ে উঠছেন। সেকারণে বোধ হয় আরো বেশি করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।