
মা হওয়া যেমন মুখের কথা নয়, তেমনই সেলিব্রিটি হওয়াটাও কিন্তু মুখের কথা নয়।একজন সেলিব্রিটি জীবন নিয়ে আমরা সকলেই খুবই কৌতুহল এর মধ্যে থাকি, ভাবি কত কিনা আছে তাদের জীবনের মধ্যে। তাদের বিলাসবহুল জীবন যাত্রা আমাদের মুগ্ধ করে। তাদের জীবনযাত্রা আমাদের ঈর্ষান্বিত করে। আমরা সকলেই চাই তাদের মত করে বাঁচতে।
কিন্তু একটা কথা আমরা সকলেই ভুলে যাই যে, একজন তারকার কোন ব্যক্তিগত জীবন থাকতে পারেনা। একজন তারকা এমনই একটি খোলা পাতার মতো হয়ে থাকে, যাকে যে কেউ পড়তে পারে। তাদের জীবনের যেকোনো বিষয়ে একটু পান থেকে চুন খসলেই আমরা খবরের শিরোনাম করে দিই।
আর এই তারকাদের মধ্যে যদি শাহরুখ খানের নাম নেওয়া যায়, তাহলে তো কথাই নেই। শাহরুখ খান এমন একজন মানুষ, যিনি নিজের প্রতিভার দ্বারা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছিলেন। যার মাথায় কোন গডফাদারের হাত ছিল না। শুধুমাত্র স্ট্রাগেল করে এই জায়গায় পৌঁছেছেন তিনি। তাই তাকে যে সম্মান দিতে হবেই আমাদের।
কিন্তু এই শাহরুখ খান ও সোশ্যাল মিডিয়ার উপহাসের হাত থেকে বাঁচতে পারেন না। মাঝে মাঝে তাকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি হয়। তার মুখ অন্য নারীর মুখের ওপর বসিয়ে দিয়ে মিম বানানো হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন নারী নাচ করছে, কিন্তু তার মুখের জায়গায় রয়েছে শাহরুখ খানের মুখ। এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে, একটি ফেসঅ্যাপ নামক অ্যাপ এর দ্বারা এই কাজ করা হয়েছে।
এর আগেও সুশান্তের মৃত্যুর পর ভীষণভাবে উপহাস করা হয়েছিল বহু তারকাদের। তারমধ্যে সনাম কাপুর থেকে সারা আলি খান সকলেই ছিলেন। বেশি উপহাস করা হয়েছিল আলিয়া ভাট এবং তার বাবাকে। উপহাসের হাত থেকে মুক্তি পাননি শাহরুখ খান এবং সালমান খান ও।